“চাঁদপুর -১ কচুয়ায় ডঃ সেলিম মাহমুদ নৌকা প্রতীক – ১,৫১,৩০৭. ভোট পেয়ে বেসরকারি ভাবে এম পি নির্বাচিত”
আব্দুল কাইয়ুম
কচুয়া উপজেলা প্রতিনিধি
মুক্তিযোদ্ধা টেলিভিশন
আজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬০, চাঁদপুর -১ আসনে তিনজন প্রতিদ্বন্দ্বী ছিলেন (১) ডঃ সেলিম মাহমুদ (আওয়ামী লীগ) নৌকা প্রতিক (২) মোঃ সেলিম প্রধান (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ) চেয়ার প্রতিক (৩) সাইফুল ইসলাম (জাতীয় সমাজতান্ত্রিক দল – জাসদ) মশাল প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। উক্ত আসনে মোট ভোটার সংখ্যাঃ ৩,২৫,৭৫৯. ভোটকেন্দ্রের সংখ্যাঃ ১০৯. ফলাফল প্রাপ্ত ভোটকেন্দ্রের সংখ্যাঃ ১০৯.
ফলাফলঃ ১: ডঃ সেলিম মাহমুদ (নৌকা) ১,৫১,৩০৭. নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সেলিম প্রধান (চেয়ার) ৫,৭৭৯. তৃতীয় স্থানে আছেন সাইফুল ইসলাম (মশাল) ৩,৮২১. মোট বৈধ ভোটের সংখ্যাঃ ১,৬০,৯০৭. বাতিলকৃত ভোটের সংখ্যাঃ ২,৭১১. সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যাঃ ১,৬৩,৬১৮. উক্ত ফলাফল ঘোষনা করেন মোঃ ইকবাল হাসান উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার চাঁদপুর-১ (কচুয়া)। ফলাফল ঘোষনার পর কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।
Leave a Reply