চুয়াডাঙ্গা -১আসনে বিপুল ভোটে বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়ার্দার ছেলুন এর জয়।
চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
চুয়াডাঙ্গা ১আসনে নৌকা মার্কার জয় নিশ্চিত করেছে ইলেকশন কমিশন। নৌকার জয় নিশ্চিত করতে সকলে একযোগে কাজ করেছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে গণমানুষ নৌকাকে বেছে নিয়েছে। সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ঈগল মার্কা দিলিপ কুমার আগরওয়ালা। নৌকা সোলাইমান হক জোয়ার্দার ছেলুন বিপুল ভোটে জিতে চুয়াডাঙ্গা ১ আসনের এমপি নিযুক্ত হয়েছে। ফাইনাল ফলাফল ২৩৪৯৮ ভোটের ব্যবধানে সোলাইমান হক জোয়ার্দার ছেলুন জয়যুক্ত হয়েছে। এতে করে সকলেই খুশি ও আনন্দ উৎসব পালন করছে। প্রত্যেকটি ওয়ার্ডে ও রাস্তায় আনন্দ উৎসব পালন করতে দেখা যাচ্ছে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য এ জয় নিশ্চিত হয়েছে। প্রত্যেক মানুষ দেশের সকল জনগণ নৌকার জয় উদ্দেশ্যে ভোট দিয়েছে। চুয়াডাঙ্গার উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য জনগণ নৌকাকে বেছে নিয়ে আসে। সাধারণ মানুষের কাছে থেকে জানা যায় তারা প্রত্যেকেই নৌকাকে জয়যুক্ত করার জন্য সোলাইমান হক জোয়ার্দার ছেলুন কে ভোট দিয়েছে। চুয়াডাঙ্গার জনগণ সবাই খুশি।
আনন্দ উৎসব করছে।
৭৯ চুয়াডাঙ্গা-১ এর ফলাফলে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকা মার্কার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা জননেতা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ২৩৪৯৮ ভোটে বিজয়ী।
১. ফ্রিজ- ৫৯১৮০ (৩য়)
২. ঈগল- ৭২৭৬৮ (২য়)
৩. নৌকা- ৯৬২৬৬ (১ম)
# চুয়াডাঙ্গা সদর থানা
১. ফ্রিজ- ৩১৫০৮ (২য়)
২. ঈগল- ২২৮২৯ (৩য়)
৩. নৌকা- ৪২৫৭৪ (১ম)
৪. আম- ২৩৯
৫. লাঙ্গল- ২৩৫
৬. ট্রাক- ২৬৭
# আলমডাঙ্গা উপজেলা
১. ফ্রিজ- ২৭৬৭২ (৩য়)
২. ঈগল- ৪৯৯৩৯ (২য়)
৩. নৌকা- ৫৩৬৯২ (১ম)
৪. ট্রাক- ৬৯১(৪র্থ)
৫. লাঙ্গল- ৩৩৬ (৫)
৬. আম- ৩০১(৬)
Leave a Reply