পটুয়াখালী জেলার চারটি সংসদীয় আসনের ১টিতে লাঙল ৩ টিতে নৌকা বিজয়ী
অপূর্ব সরকার,
বিশেষ প্রতিনিধি,পটুয়াখালী।
পটুয়াখালী জেলার চারটি সংসদীয় আসনের ১ (এক) টিতে লাঙল ৩ (তিন) টিতে নৌকা বিজয়ী।
সোমবার (৮ জানুয়ারি) দুপুর ১২ টায় জেলা প্রশাসক দরবার হলে পটুয়াখালী জেলা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ প্রাথমিক বেসরকারি ফলাফল প্রদান করা হয়। জেলা প্রশাসক নূর কুতুবুল আলম স্বাক্ষরিত বার্তা শীটে নিম্নোক্ত তথ্য নিশ্চিত করেছেন।
পটুয়াখালী-১ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এ বি এম রুহুল আমিন হাওলাদার (লাঙল) ৮০ হাজার ৭৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেস মনোনীত মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার (ডাব) ২৭ হাজার ৮৯২ ভোট পেয়েছেন।
পটুয়াখালী-২ আসনে আওয়ামী লীগ মনোনীত আ স ম ফিরোজ (নৌকা) – ( ১ লক্ষ ২৪ হাজার ২৯২ ) ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মোহসীন হাওলাদার পেয়েছেন ( ২ হাজার ৯ শত ৫১ ভোট)।
পটুয়াখালী-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত এসএম শাহাজাদা (নৌকা) ৮৯ হাজার ১৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র আবুল হোসেন (ঈগল) ৪৮ হাজার ৫ শত ৮ টি ভোট পেয়েছেন।
পটুয়াখালী-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত মহিববুর রহমান (নৌকা) ৬০ হাজার ৮৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মাহবুবুর রহমান তালুকদার ৪৮ হাজার ৫৭৬ ভোট পেয়েছেন।
Leave a Reply