পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) চুয়াডাঙ্গার উদ্যোগে নারী ও শিশুদের জন্য কোরআন শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
চুয়াডাঙ্গা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) কর্তৃক আয়োজিত পুনাক, চুয়াডাঙ্গার অফিসকক্ষে
অদ্য ১৩.ই জানুয়ারি ২০২৪ ইং সকাল ১০:৩০ ঘটিকায় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) চুয়াডাঙ্গার উদ্যোগে নারী ও শিশুদের জন্য কোরআন শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মিসেস পুলিশ সুপার ও পুনাক সভানেত্রী, চুয়াডাঙ্গা মিসেস জান্নাতুল ফেরদৌস।
চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ও পার্শ্ববর্তী এলাকায় নারী ও শিশুদের জন্য পবিত্র কোরআন শিক্ষা প্রদানের জন্য নারী শিক্ষক না থাকায় নারী ও শিশুরা দীর্ঘদিন ধরে কোরআন শিক্ষা থেকে পিছিয়ে পড়ছে। ফলে পিতা মাতার সঠিক তত্ত্বাবধান, নৈতিক সুশিক্ষা ও ধর্মীয় অনুশাসনের অভাবে সমাজে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিনিয়ত ঘটছে। জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। জ্ঞান অর্জনের পাশাপাশি আল-কুরআন শিক্ষা করাও প্রত্যেক মুসলমানের উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন। সামাজিক দায়বদ্ধতা থেকে নারী ও শিশুদের জন্য কোরআন শিক্ষা কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করে পুনাক, চুয়াডাঙ্গা।
উল্লেখ্য পুলিশ লাইন্স জামে মসজিদে সকল বয়সী পুরুষদের মসজিদভিত্তিক কোরআন শিক্ষা কার্যক্রম চলমান আছে। এখন থেকে পুলিশ লাইন্স ও পার্শ্ববর্তী এলাকার নারী ও শিশুরা পুনাক, চুয়াডাঙ্গার উদ্যোগে প্রতিদিন সকালে মহিলা শিক্ষক দ্বারা পরিচালিত কোরআন শিক্ষার সুযোগ পাবে।
উক্ত শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিসেস পুলিশ সুপার ও পুনাক সভানেত্রী চুয়াডাঙ্গা মিসেস জান্নাতুল ফেরদৌস , সহ-সভানেত্রী পুনাক চুয়াডাঙ্গা মিসেস নাহিদা আক্তার সাধারণ সম্পাদিকা পুনাক, চুয়াডাঙ্গা মিসেস জোবায়দা আক্তার কোষাধ্যক্ষ পুনাক চুয়াডাঙ্গা মিসেস সাবিনা ইয়াসমিন, সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল);চুয়াডাঙ্গা জাকিয়া সুলতানা , মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল হুমায়রা আক্তার , চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্স।
Leave a Reply