গোবিন্দগঞ্জ এমপি ও মেয়র’কে সংবর্ধনা দিল মুক্তিযোদ্ধা সংসদ।
গাইবান্ধা প্রতিনিধি
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গাইবান্ধার, গোবিন্দগঞ্জ শাখার আয়োজনে নব-নির্বাচিত এমপি ও পৌর মেয়রকে সংবর্ধনা দেয় মুক্তিযোদ্ধা সংসদ গোবিন্দগঞ্জ উপজেলা কমান্ড।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ৩২, গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও পৌর মেয়র মুকিতুর রহমান রাফিকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এমপি ও পৌর মেয়র বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সংবর্ধনা গ্রহণ করেন। এসময় তাদের ক্রেস্ট ও ফুলের তোড়া উপহার দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে উন্নতির রোল মডেলে পরিণত করেছেন। আগামীতে দেশকে স্মার্ট বাংলাদেশে রুপান্তরের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত রাষ্ট্রের মর্যাদায় নিয়ে যাবেন। এ সরকার বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা দিয়েছেন। এখন প্রয়োজন দেশবাসীকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় অংশ গ্রহণ করা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাসেল মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র শহীদ পরিবারের সন্তান মোঃ মুকিতুর রহমান রাফি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী প্রধান বাদু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম আজাদ , সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ সাদেক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, গাইবান্ধা জেলা শাখার সভাপতি, মিয়া আসাদুজ্জামান হিরু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন, গোবিন্দগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি শেখ আলী মোঃ গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক মোঃ সামিউল ইসলাম নোমান, মোঃ জাওয়াদ প্রধান, মোঃ সাজেদুর রহমান স্বপন, মোঃ আরাফাত রহমান মিশন, আব্দুল্লাহ আল মামুন খন্দকার, প্রমুখ। সঞ্চালনায় ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, এসময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply