বর্ণিল আয়োজনে পটুয়াখালী মেডিকেল কলেজের এক দশক পূর্তি উৎসব পালিত
অপূর্ব সরকার,
বিশেষ প্রতিনিধি,পটুয়াখালী।
জাতীয় সংগীতের মধ্যদিয়ে জাতীয় ও প্রতিষ্ঠানের পতাকা উত্তোলন,বর্নাঢ্য র্যালী, কেককাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে উদযাপিত হয়েছে পটুয়াখালী মেডিকেল কলেজ এর এক দশক পূর্তি উৎসব।
বুধবার সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী মেডিকেল কলেজ প্রাঙ্গনে পতাকা উত্তোলন ও কেক কাটা ও নাচগানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। এরপর বর্নাঢ্য র্যালী বের হয়। র্যালীটি ক্যাম্পাসের বিভিন্ন সড়কসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় মেডিকেল কলেজের সামনে এসে শেষ হয়। এরপর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে ও ডাঃ সিদ্ধার্থ শংকর দাসের সঞ্চালনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন পটুয়াখালী মেডিকেল কলেজের প্রতিষ্ঠাকালিন সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডাঃ এমএ মান্নান, সাবেক অধ্যক্ষ এস এম আবুল হাসান, সাবেক অধ্যক্ষ ডাঃ গোলাম রহমান, সাবেক অধ্যক্ষ ডাঃ ফশজুল বাশার, জেলা বিএমএ এর সাধারন সম্পাদক সাবেক মেয়ার ডাঃ শফিকুল ইসলাম, সাবেক অধ্যক্ষ ডাঃ মাহামুদুর রহমান, সিভিল সার্জন ডাঃ এস এম কবির হাসান, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ দিলরুবা ইয়াসমিন লিজা প্রমুখ। বিকালে সাংস্কৃতি অনুষ্ঠান ও কলেজ মাঠে ফুটবল প্রতিযোগীতার আয়োজন করা হয়।
উক্ত কলেজে প্রতি ব্যাচে ৫২ জন করে ৩ টি ব্যাচে ১৫৬ জন ডাক্তার হয়ে বের হয়েছেন এবং ৪র্থ ব্যাচের ইন্টার্নি চলছে।
উল্লেখ্য, ২০১৪ সালের ১০ জানুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলেজটির ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন বলে কলেজ কর্তৃপক্ষ জানান।
Leave a Reply