চুয়াডাঙ্গা ১আসনের সংসদ সদস্য ছেলুন জোয়ার্দ্দারকে ফুলেল শুভেচ্ছা জানালো কৃষক জোট চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের সাবেক হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন টানা চতুর্থবারের মতো চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাঁকে রিসো ও কৃষক জোট চুয়াডাঙ্গার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
গতকাল সন্ধা সাড়ে ৬টার দিকে রিসো’র কর্মকর্তা বৃন্দ ও চুয়াডাঙ্গা জেলা কৃষক জোটের নেতৃবৃন্দ সংসদ সদস্যের পার্টি অফিসে গিয়ে তাঁর হতে ফুল তুলে দেন এবং কুশল বিনিময় করেন। এসময় কৃষক জোটের নেতৃবৃন্দ জেলার কৃষিতে বিভিন্ন সমস্যা বিষয়ে সংস্দ সদস্যের নিকট তুলে ধরেন। সমস্যা সমুহ সমাধানের প্রতিশ্রæতি প্রদানের সাথে সাথে রিসো’র নির্বাহী পরিচালক ও কৃষক জোটের সকল নের্তৃবৃন্দকে তিনি ধন্যবাদ জানান। কৃষক জোট নের্তৃবৃন্দ আরো জানান দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় রিসো চুয়াডাঙ্গা বাস্তবায়িত চাষাবাদ প্রকল্পের আওতায় মোট জেলা,উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মোট ১৭ টি কৃষক জোট কৃষকের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। আলাপকালে আগামী ফেব্রæয়ারী মাসে আসন্ন কৃষক জোটের কংগ্রেস বিষয়ে আলোচনা করা হয়। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, জেলা কৃষক জোটের সভাপতি এস.এম আব্দুল মোমিন টিপু, সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান হাবলু চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষক জোটের সভাপতি এ্যাড রবিউল ইসলাম রবি, সহসভাপতি মজনুল হক পচা ও রিসো’র নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম সহ অনেকে।
Leave a Reply