কুষ্টিয়া দৌলতপুরে সাবেক যুবলীগ নেতার গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে
স্টাফ রিপোর্টার দৌলতপুর কুষ্টিয়া //
কুষ্টিয়া দৌলতপুরে সাবেক যুবলীগ নেতা জাফোর ইকবাল মিঠুনকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে
গত ২২শে জানুয়ারি মধ্যে রাতে নিজের বাসায় থেকে তাকে মারামারি মামলায় আটক করে দৌলাতপুর থানা পুলিশ ২৩ জানুয়ারী সকাল ৮ টার সময়ে বাগোয়ান গার্লাস কলেজের সামনে জাফর ইকবাল মিঠুনকে গ্রেফতারের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা জান-মোহাম্মাদের সভাপতিত্বে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন । মুতাহার হোসেন, মো: ফরিদ আলি,
রুবেল হোসেন, আকাশ আলি, মিন্টু আলি, সিদ্দিক বিশ্বাস, মকলেছুররহমান, আরও শত শত এলাকা-বাসী।
মানববন্ধনে উপস্থিত এলাকাবাসীদের মধ্যে থেকে একজান মুতাহার হোসেন সহ উপস্থিত ব্যাক্তিরা বক্তবে বলেন।
জাফর ইকবাল মিঠুনকে নিঃস্বার্থে মুক্তির দাবি করেন।
মানববন্ধন শেষে রাস্তায় অবরোধও অগ্নি সংযোগ করেন।
Leave a Reply