বাঘাইহাটে দূর্গম পাহাড়ী এলাকার ৫৪ বিজিবির শীতবস্ত্র বিতরণ
রাঙ্গামাটি সংবাদদাতাঃ
খাগড়াছড়ি সেক্টরের বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) কর্তৃক বত্রিশটি শীতার্ত পরিবারের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
মঙ্গলবার ( ২৩ জানুয়ারি) বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর ব্যবস্থাপনায় বাঘাইছড়ি উপজেলার দূর্গম সীমান্তে জপুইপাড়া এলাকার হতদরিদ্র পাহাড়ী পরিবারের মাঝে ৫০ টি কম্বল এবং নারী-পুরুষ ও শিশুদের মাঝে ১০০ টি বিভিন্ন শীতের পোষাক
বিতরণ করেন
বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান, পিএসসি, জি এর নির্দেশনায় জপুই বিওপি’র বিওপি কমান্ডার কর্তৃক বিতরণ করা হয়।
উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিওপি’র বিভিন্ন পদবীর সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রচন্ড এ শীতে দূর্গম পাহাড়ী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক শীত বস্ত্র পেয়ে কৃতজ্ঞতা জানান উপকার ভোগীরা।
Leave a Reply