এই দেশই হবে সৌদি আরব-সিঙ্গাপুর
বাংলাদেশ আজ এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছে। সারাবিশ্ব আজ এই দেশের দিকে তাকিয়ে থাকে। আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। এই দেশই হবে সৌদি আরব, এই দেশই হবে সিঙ্গাপুর বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসসম্পদমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে ফরিদপুরের মধুখালী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় পাইলট স্কুল মাঠে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মৎস্য ও প্রাণিসসম্পদমন্ত্রী আব্দুর রহমান বিএনপিকে আগামী যে কোনো নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, সবইতো হলো, এবার দয়া করে আগামী যেকোনো নির্বাচনে অংশ নেন। দেখতে দেখতে তো জাতীয় সংসদ নির্বাচন চলে গেল, অন্যান্য দল অংশ না নিলে নির্বাচন থেমে থাকেনি। তাই আগামীর নির্বাচনগুলোতে অংশ নিন।
বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বলেন, বিএনপি বলেছিল, তাদের ছাড়া এ দেশে কোনো নির্বাচন হবে না। কিন্তু সবাই দেখল নির্বাচন হয়েছে। এরপর বলেছিল, নির্বাচন হলেও বিদেশিরা স্বীকৃতি দেবে না। বিদেশিরাও স্বীকৃতি দিল। সবইতো হলো, এবার দয়া করে আগামী যে কোনো নির্বাচনে অংশ নেন। রাজনৈতিক কর্মসূচির নামে কোনো অবস্থাতেই সামাজিক অপরাধ করবেন না। শান্তিশৃঙ্খলা ভঙ্গ করবেন না।
তিনি বলেন, অনেক ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচনের আগেও ষড়যন্ত্র হয়েছে। নির্বাচনের পরেও ষড়যন্ত্র হচ্ছে। তবে যত ষড়যন্ত্র হয়েছে, এ পর্যন্ত সব ষড়যন্ত্রেই শেখ হাসিনার বিজয় হয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আল আমিন শেখ হাসিনার সঙ্গে আছেন।
এ সময় মন্ত্রী ফরিদপুরে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আশ্বাস দিয়ে বলেন, বঙ্গবন্ধুর নামেই ফরিদপুরে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।
তিনি বলেন, মঞ্চে এসে আমাকে ফুল দিয়ে সংবর্ধনা দিতে হবে না। আমিই উল্টো আপনাদের বাড়ি ঘুরে ঘুরে সবার সঙ্গে সাক্ষাৎ করে ফুল নিয়ে আসব। মন্ত্রী যাবে আপনাদের চুলোর পিঠে। মন্ত্রী যাবে স্কুল, কলেজে, হাটে-বাজারে সব জায়গায়। মন্ত্রী যাবে সাধারণ মানুষের কাছে।
মধুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রতন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর সহধর্মিণী বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডা. মির্জা নাহিদা হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শ্যামল ব্যানার্জী, আসাদুজ্জামান মিন্টু, উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মনোজ কুমার সাহা, পান্না গ্রুপের চেয়ারম্যান লোকমান হোসেন খান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বকু।
Leave a Reply