চাঁদপুরের বর্ষিয়ান রাজনীতিবিদ ডা. শামছুল হক ভুইঁয়ার মৃত্যুতে চান্দ্রা ইউনিয়ন যুবলীগ নেতা জাহিদ মল্লিকে নেতৃত্বে দোয়া
জাহিদ হোসেন স্টাফ রিপোর্টার মুক্তিযোদ্ধা টিভি
চাঁদপুর ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং বর্ষিয়ান রাজনীতিবিদ ডা. শামছুল হক ভুইঁয়া মৃত্যুতে দোয়ার আয়োজন করেছেন চান্দ্রা ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হাসান মল্লিক।
শনিবার (৩ ফেব্রুয়ারী) বাদ আছর চান্দ্রা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়। এছাড়াও শুক্রবার বাদ জুমা চান্দ্রা চৌরাস্তা দক্ষিণ বালিয়া বাখরপুর হামিদিয়া মাদ্রাসাসহ বিভিন্ন স্থানে তার রুহের মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চান্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলী আস্বাদ বেপারী, চান্দ্রা ইউনিয়ন যুবলীগের আহব্বায়ক শেখ মোহাম্মদ আলমগীর হোসেন, আওয়ামী লীগ নেতা মোঃ মিজান খান, মিলাদ পরিচালনা করেন চান্দ্রা বাজার জামে মসজিদের ইমাম মাওলানা ফয়জুল্যাহ। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক জয়নাল আবেদিন।
উল্লেখ্য: ডা. শামছুল হক ভুইঁয়া শুক্রবার সকাল ৭:৩০ মিনিটের সময় রাজধানীর এভায়রকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করে। রবিবার ফরিদগঞ্জের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
Leave a Reply