কাউখালীতে অবৈধ কারেন্ট জাল জব্দ।
প্রতিনিধি,পিরোজপুর জেলা শেখ মৌসুমী ইসলাম
পিরোজপুরের কাউখালীতে গত ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দেশের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এর আওতায় মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য অবৈধ জাল অপসারণ বিষয়ক বিশেষ কম্বিং অপারেশন পরিচালিত হয়। এ সময়,উপজেলার ২নং আমড়াজুড়ী ইউনিয়নের বাওনচতিনা নদী থেকে ইব্রাহিম আকন (৩২) নামে এক মৎসজীবির কাছ থেকে ১০০০ মিটার কারেন্ট জাল জব্দ এবং ৫০০০/- টাকা জরিমানা করেন,নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার(ভূমি) মোঃ বায়েজিদুর রহমান এর গঠিত ভ্রাম্যমান আদালত। এ সময়ে আরও উপস্থিত ছিলেন মৎস্য অফিসার মোঃ হাফিজুর রহমান, কাউখালী থানা পুলিশের একটি দল।
মৎস্য অফিসার মোঃ হাফিজুর রহমান বলেন,বিশেষ কম্বিং অপারেশন উপলক্ষে কাউখালী মৎস্য অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply