সাঁথিয়ায় নসিমনের চাপায় শিশু নিহত
পাবনা, বেড়া।
পাবনার সাঁথিয়ায় নছিমনের চাকায় পৃষ্ঠ হয়ে তৌহিদ নামে ৬ বছরের এক শিশু নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর ৩টার দিকে সাঁথিয়া-বেড়া স্থানীয় মহসড়কের করমজা গ্রামের জাহাঙ্গীরের বাড়ির সামনে। নিহত তওহিদ উপজেলার ধুলাউড়ি পূর্বপাড়া শাহাদতের ছেলে। এ ঘটনায় পুলিশ চালককে গ্রেফতার করতে না পারলেও নছিমন গাড়িটি আটক করে থানা হেফাজতে রেখেছেন।
স্থানীয় ও থানাপুলিশ সুত্রে জানা গেছে, তৌহিদ উপজেলার করমজা গ্রামে তার বড় ভাই এর শশুর বাড়িতে বেড়াতে যায়। শনিবার দুপুরে খাওয়া দাওয়া শেষে রাস্তা পার হওয়ার সময় বেড়া থেকে সাঁথিয়াগামী পিয়াজের ছোটা বোঝাই একটা নসিমন এসে তওহিদকে চাপা দেয়। এ সময় তার শরির থেকে কলিজা বের হয়ে যাওয়ায় ঘটনাস্থলেই তৌহিদেরমৃত্যু হয়।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সড়ক আইনে মামলা প্রক্রিয়াধিন রয়েছে। চালককে আটকের চেস্টা চলছে। তওহিদের লাশ ময়না তদন্ত শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
উজ্জ্বল হোসাইন।
বেড়া, পাবনা
মোবাইল ০১৭১৩৭৩০৫৫২
তারিখ ১০/২/২৪ইং
Leave a Reply