খুলনা-দিঘলিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে সৈয়দ জামিল মোর্শেদ (মাসুম) এর প্রার্থিতা ঘোষণা।
জাহিদ হোসেন স্টাফ রিপোর্টার মুক্তিযোদ্ধা টিভি।
আসন্ন খুলনা দিঘলিয়া উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচারণার শুরু করেন সৈয়দ জামিল মোর্শেদ মাসুম। তিনি দিঘলিয়া সদর আওয়ামী যুবলীগের সভাপতি। গত ১৩ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় দিঘলিয়া উপজেলা সদর ৩নং ওয়ার্ডে ঈদগা মাঠ প্রাঙ্গনে নির্বাচন নিয়ে বিভিন্ন আলোচনার কথা তুলে ধরেন। সৈয়দ জামিল মোর্শেদ মাসুম বলেন, আমি দিঘলিয়া বাসীর সেবা করার জন্য জনপ্রতিনিধি হতে চাই। আপনাদের সকলের দোয়া ও ভালবাসা নিয়ে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি হতে পেরেছি। আবারো আপনাদের সমর্থন থাকলে আগামী দিনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হবো। খুলনা-৪ এর উন্নয়নের রূপকার আব্দুস সালাম মোর্শেদী এমপি সাহেবের চলার পথ অনুসরণ করে আমি আপনাদের জনপ্রতিনিধি হতে চাই। তিনি আরো বলেন, আমি দলীয়ভাবে মনোনয়ন পেতে আমরা একত্রিত হয়ে আমাদের নেতা আব্দুল সালাম মুর্শেদীর কাছে জোর দাবি জানাবো, যাতে করে আমি মনোনয়ন পেয়ে আপনাদের সকলের ভোটে জয়যুক্ত হয়ে দিঘলিয়া বাসীর সেবা দিতে পারি এবং উন্নয়ন করতে পারি। তিনি আরো বলেন, বিগত বছর করোনার সময় আপনাদের ঘরে ঘরে খাবার ও সেবা দিয়ে আসছি সেগুলো মনে করে আপনারা আমাকে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে জয়যুক্ত করে ঘরে ফিরে আনবেন। আমার আর কিছু বলার নেই আমার জয়ের চাবিকাঠি দিঘলিয়া বাসীর কাছে আশা করছি।
Leave a Reply