চুয়াডাঙ্গায় পিকনিক বাসের ধাক্কায় মটরসাইকেল আরহী নিহত
চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
চুয়াডাঙ্গায় পিকনিক বাসের ধাক্কায় মটরসাইকেল আরহী নিহত
অদ্য ১৭ ই ফেব্রুয়ারি ২৪ইং দামুড়হুদা উপজেলা তালসাড়ি মড়ে পিকনিক বাসের ধাক্কায় মফিজ উদ্দিন( ৬৫)নিহত হয়েছে । পিকনিক বাস নড়াইল জেলা থেকে মেহেরপুর মুুজিবনগর যাচ্ছিল। চিহ্নিত করা গেলেও বাস ও চাকক আটক করা সম্ভব হয়নি। নিহত মফিজ উদ্দিন দামুড়হুদা উপজেলার চন্দ্রবাস গ্রামের মৃত্যু তৈয়ব আলীর ছেলে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন মফিজ উদ্দিন সকলে বাড়ি থেকে মটরসাইকেল যোগে তালসাড়ি ফসলের মাঠে যাচ্ছিল। ঘটনার সময় তালসাড়ি মোড়ে পৌছালে দ্রুত গতি একটি পিকনিক বাস তাকে দিলে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানিয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্বরত চিকিৎসক তাকে বেলা ১১.০০ সময় মৃত্যু ঘোষণা করে। নিহতের মরা দেহ সদর হাসপাতাল মর্গে ময়না তদন্ত করে পরিবারের নিকট হস্তান্তর করে। তিনি আরও বলেন বাসটি আটক করা হয়েছে। কাগজপত্র দেখতে বলা হয়েছে। মরাদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ ছিল না।
Leave a Reply