মো: মকিদুর রহমান, সহযোগী সম্পাদক, মুক্তিযোদ্ধা টিভি।
মুজিব বর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার “বীর নিবাস” হস্তান্তরের অপেক্ষায়।বীর মুক্তিযোদ্ধা এস,এম মহসিন,কমান্ডার রিশিকুল ইউ পি ও কাকন হাট পৌরসভা ,গ্ৰাম-কাকন হাট, উপজেলা -গোদাগাড়ী জেলা -রাজশাহী
হালকা সবুজ রঙের দেয়াল। তাতে লাল আর সবুজে আঁকা দুটি সরলরেখা, যেন বাংলাদেশের পতাকার প্রতিচ্ছবি। বাড়ির সামনে নামফলক, লেখা ‘বীর নিবাস’।
এই বীর নিবাস বীর মুক্তিযোদ্ধাদের। নির্মাণ করে দিয়েছে সরকার। পাকা বাড়ি পেয়ে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধারা বলছেন, শেষ বয়সে এসে তাঁরা পাকা বাড়িতে থাকার সুযোগ পাচ্ছেন, যা কখনো ভাবেননি। পাশাপাশি পাচ্ছেন মুক্তিযোদ্ধা ভাতা। পাকা বাড়ি আর ভাতার টাকায় বীর মুক্তিযোদ্ধাদের দিন কাটছে সাচ্ছন্দ্যে।
Leave a Reply