একুশের প্রথম প্রহরে ভাষা শহীদের প্রতিকৃতিতে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের বিনম্র শ্রদ্ধা
চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে একুশের প্রথম প্রহরে আজ ২১ শে ফেব্রুয়ারি ২০২৪ রোজ বুধবার রাত ০০:০১ মিনিটে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে চুয়াডাঙ্গা সরকারি কলেজ চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক,চুয়াডাঙ্গা জেলা শাখার আহবায়ক,সদর উপজেলার ভাইস চেয়ারম্যান গরীব রুহানি মাসুম । এ সময় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি’ গানের সুর বাজতে থাকে। পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি জেলা পুলিশের পক্ষ থেকে গভীর শ্রদ্ধাভরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনার এলাকায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শহীদ মিনার এলাকায় সাদা পোষাকে ডিএসবি, ডিবি ও ইউনিফর্ম পরিহিত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। শহীদ মিনারের প্রবেশ ফটকে আর্চওয়ে বসানো হয়েছে। সিসি টিভি ক্যামেরা ও ওয়াচ টাওয়ারে বাইনোকুলার দিয়ে সার্বক্ষণিক তদারকি, হ্যান্ড মেটাল ডিটেক্টর দিয়ে দর্শনার্থীদের দেহ তল্লাশি ও হ্যান্ডব্যাগ পরীক্ষা করা হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্য সচিব বখতিয়ার হোসেন জোয়ার্দার,জেলা কমিটির যুগ্ন আহবায়ক ও মুক্তিযোদ্ধা টেলিভিশনের চুয়াডাঙ্গা পতিনিধি বায়েজিদ রহমান জোয়ার্দার, যুগ্ম আহবায়ক আবু হাসেম,যুগ্ন আহবায়ক জাকির হোসেন,যুগ্ন আহবায়ক ববিন মোস্তাফিজ, যুগ্ম আহবায়ক আলিফ জোয়ার্দার,চুয়াডাঙ্গা উপজেলা কমিটির আহবায়ক আকরামুল হক কামাল যুগ্ন আহবায়ক কামাল হোসেন,, সদস্য সচিব শাজাহান আলী,চুয়াডাঙ্গা পৌর কমিটির সদস্য সচিব জসিম উদ্দিন নিয়তি,যুগ্ম আহবায়ক আরশাফুল ইসলাম,পদ্মবিলা ইউনিয়ন কমিটির সদস্য সচিব মোঃ আলী হোসেন,শংকরচন্দ্র ইউনিয়ন কমিটির আহবায়ক আলমগীর হোসেন,সদস্য সচিব ইখতিয়ার হোসেন,কুতুবপুর ইউনিয়ন কমিটির আহবায়ক আব্দুল হান্নান, আলুকদিয়া ইউনিয়ন কমিটির আহবায়ক ঝন্টু মিয়া,তিতুদহ ইউনিয়ন কমিটির আহবায়ক মোঃ সাঈদ ,বেগমপুর ইউনিয়ন কমিটির আহবায়ক নজরুল ইসলাম , গড়াইটুপি ইউনিয়নের সদস্য সচিব মোঃ জুনায়েদ
সহ অনেকে।
Leave a Reply