1. admin@muktijoddhatv.xyz : admin :
  2. mainadmin@muktijoddhatvonline.com : mainadmin :
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:৫৫ পূর্বাহ্ন

পটুয়াখালীতে জেলা গোয়েন্দা শাখার অভিযানে ২২ মাদক মামলার আসামি গ্রেফতার

অপূর্ব সরকার, বিশেষ প্রতিনিধি, মুক্তিযোদ্ধা টেলিভিশন
  • Update Time : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩২ Time View

পটুয়াখালীতে জেলা গোয়েন্দা শাখার অভিযানে ২২ মাদক মামলার আসামি গ্রেফতার

অপূর্ব সরকার,
বিশেষ প্রতিনিধি, পটুয়াখালী।

পটুয়াখালীতে জেলা গোয়েন্দা শাখার অভিজানে ৩০০(তিনশত) পিচ ইয়াবা ট্যাবেলেট ও মটরসাইকেল সহ তিতাস রোডস্থ এলাকা থেকে ২২ মাদক মামলার আসামী গ্রেফতার।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাত ২১.৩০ ঘটিকার সময় পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম এর দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা একেএম আজমল হুদা এর নেতৃত্বে পটুয়াখালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান ডিউটিতে নিয়োজিত অফিসার এসআই(নিঃ) সঞ্জীব কুমার সরকার সঙ্গীয় ফোর্সসহ পৌরসভার ০৭নং ওয়ার্ডস্থ জেলা প্রশাসক বাস ভবনের দক্ষিন পূর্ব কোনে চৌরাস্তা থেকে তিতাস মোড় গামী পাকা রাস্তার উপর থেকে মোঃ সোহেল মাদবর(৩২), পিতা- মোঃ শাহ আলম মাদবর, সাং- চরপাড়া(ওয়ায়েজীয়া কামিল মাদ্রাসার পশ্চিম পার্শের), স্বনির্ভর রোড, ৬ নং ওয়ার্ড থেকে কালো জিন্সের জ্যাকেটের ডান পকেট হইতে ক) ০২(দুই) টি নীল রংয়ের এয়ার টাইট জিপারের মধ্যে রক্ষিত কথিত ইয়াবা ট্যাবলেট যাহার প্রতিটি জীপারের মধ্যে ১৫০ পিচ করে সর্বমোট (১৫০×২)=৩০০(তিনশত) পিচ কথিত ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন ৩০(ত্রিশ) গ্রাম, অবৈধ বাজার মূল্য অনুমান (৩০০×৩০০)=৯০,০০০/-(নব্বই হাজার) টাকা, মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত খ) একটি গ্রে রংয়ের R 15 মটরসাইকেল, রেজিঃ নং- ঢাকা মেট্রো ল-৪০-৭৫২৬, চেসিস নং ME1RG6712M0075489, ইঞ্জিন নং G3N4E0116951 সহ আটক করা হয়।

উল্লেখ্য ধৃত আসামীর বিরুদ্ধে বর্তমানে বিজ্ঞ আদালতে ২১(একুশ) টি মামলা বিচারাধীন এবং আসামীর বিরুদ্ধে পটুয়াখালী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে উক্ত বিষয় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) আহমাদ মাঈনুল হাসান নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss