খুলনা-দিঘলিয়া উপজেলায় জাতীয় বীমা দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জাহিদ হোসেন স্টাফ রিপোর্টার মুক্তিযোদ্ধা টিভি চ্যানেল।
আজ জাতীয় বীমা দিবস ২০২০ সাল থেকে সরকারিভাবে ১ই মার্চ জাতীয় বীমা দিবস হিসেবে যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হচ্ছে এই দিনটি। এবছর বীমা দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে “করবো বীমা গড়বো দেশ স্মার্ট হবে বাংলাদেশ” বীমা বিষয়ে জনসাধারণের সচেতনতা বাড়ানোর জন্য আরও বেশি সংখ্যক মানুষকে বীমা সম্পৃক্ত করতে এই দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালন করা হচ্ছে বলে জানিয়েছেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব খান মাসুম বিল্লাহ। দিঘলিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড জনাব মোঃ জাকির হোসেন বলেন ১৯৬০ সালে ১ই মার্চ তৎকালীন পূর্ব পাকিস্তানে আলফা লাইফ ইন্স্যুরেন্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যোগদান করিয়াছিলেন সেই দিনটি স্মরণীয় করে রাখতে ১ই মার্চকে জাতীয় বীমা দিবস হিসেবে পালনের জন্য বেছে নেওয়া হয়। জাতীয় বীমা দিবস অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন উপজেলার সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বীমা কোম্পানির কর্মকর্তা, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারী বৃন্দগন উপস্থিত ছিলেন।
Leave a Reply