প্রায় অর্ধ শতাব্দীর পর বিদায় নিলেন ইছাপাশা মাদ্রাসার মোহতামিম
আলফাডাঙ্গা প্রতিনিধিঃ
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় অবস্থিত “ইছাপাশা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা” মাদ্রাসার বয়স যেমনিভাবে অর্ধ শতাব্দীরও বেশী, তেমনি মাদ্রাসার মোহতামিম হাঃ শামসুল হক (হাফি.) তিনার যোগদানও ছিল দীর্ঘ ৪৩ বছর।
ন্যায় নিষ্ঠা ও সততার পরিচয় বহন করে তিনি উক্ত প্রতিষ্ঠান সুদীর্ঘকাল পরিচালনা করে আসছেন। বয়সজনিত কারণে তিনি মাদ্রাসার কমিটি ও স্থানীয় জনসাধারণের এক জনসভায় (১ই মার্চ শুক্রবার) এ দায়িত্ব থেকে অব্যহতি নেন। তার বিদায়ী লগ্নে এলাকার ও মাদ্রাসার শিক্ষক, ছাত্র সকলেই অত্যন্ত ব্যথিত।
বিদায়ী লগ্নে তাকে সংবর্ধনা,ফুলের মালা,ক্রেস্ট,সনদ উপহার দেন বিভিন্ন শুভাকাঙ্ক্ষী ও মাদ্রাসার কমিটিবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক পৌর মেয়র সাইফার রহমান সাইফার, কমিশনার নবাব আলী, সাবেক কমিশনার রবিউল শেখ, মাসুদ মুন্সি, মুফতি সিরাজুল ইসলাম, মুফতি আব্দুল্লাহ আল মামুন, আজমুল আজিজ, মুহাম্মদ মুন্সি, নাসির মুন্সি, মোস্তাক মুন্সি,গোলাম মর্তুজা প্রমুখ।
Leave a Reply