খুলনা দিঘলিয়া উপজেলা ঐতিহাসিক ৭ই মার্চের তাৎপর্য দিনটি পালন করেছেন উপজেলা প্রশাসন।
জাহিদ হোসেন স্টাফ রিপোর্টার মুক্তিযোদ্ধা টিভি।
উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ ২০২৪ এর আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ রোজ বৃহস্পতিবার ১০টা ৩০ ঘটিকার সময় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পর্পণ অর্পণ করেন উপজেলা প্রশাসন।, দিঘলিয়া থানা, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা, উপজেলা নির্বাহী অফিসার জনাব খান মাসুম বিল্লাহ সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-১০২,৪ এর মাননীয় সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব শেখ মারুফুল ইসলাম, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব খান মাসুম বিল্লাহ। ঐতিহাসিক ৭ই মার্চের দিবসটি উপর আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ সাখাওয়াত হোসেন। দিঘলিয়া থানার (ওসি) প্রমূখ। অনুষ্ঠান শেষে শিশুদের বঙ্গবন্ধুর ভাষণ সহ বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply