খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
মোঃ আব্দুর রাজ্জাক সুমন
মানিকছড়ি থানায় অভিযানে ৫০ লিটার অবৈধ দেশীয় তৈরী মদ উদ্ধার আটক ৪
একটি দেশের আর্থিক ও সামাজিক অবক্ষয়ের সবচেয়ে বড় কারন মাদক ও চোরাকারবারি। এই মাদক ও চোরাকারবারির সাথে জড়িত অপরাধীদের দমনের জন্য এবং খাগড়াছড়ি জেলার সামাজিক পরিবেশ স্বাভাবিক রাখার লক্ষ্যে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার জনাব মুক্তা ধর পিপিএম(বার) মাদক ও চোরাকারবারির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন । খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মহোদয় এর নির্দেশনায় এবং দক্ষ নেতৃত্বে খাগড়াছড়ি জেলার সকল স্থানে পুলিশি অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এই ধারাবাহিকতায় আজ ০৬/০৩/২০২৪খ্রি. রাত ১১টা১০ ঘটিকায় মানিকছড়ি থানার চৌকস আভিযানিক দল মানিকছড়ি থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালীন মানিকছড়ি থানাধীন ৩নং যোগ্যাছোলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গরমছড়ি সাকিনস্থ স্বাগতম খাগড়াছড়ি লেখা সাইনবোর্ডের অনুমান ১০০ গজ উত্তরে খাগড়াছড়ি টু চট্টগ্রাম গামী আঞ্চলিক মহা সড়কের পূর্ব পাশে পাকা রাস্তার উপর হতে আসামী ০১। শ্রী ইমন দাশ (৩২), পিতা- অনিল কুমার দাশ, মাতা- পারুল রানী দাশ, সাং- দক্ষিণ খাবংপুড়িয়া, ০১নং ওয়ার্ড, ০১নং ইউপি, ০২। মাদল বড়ুয়া (৩২), পিতা-রবীন্দ্র লাল বড়ুয়া, মাতা- সবিতা বড়ুয়া, সাং- খেজুরবাগান, ০২নং ওয়ার্ড, খাগড়াছড়ি পৌরসভা, থানা-খাগড়াছড়ি সদর, জেলা- খাগড়াছড়ি পার্বত্য জেলা দ্বয়কে আটক পূর্বক তাদের হেফাজত হতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে সঙ্গীয় ফোর্স দ্বারা তল্লাশী করিয়া তাদের নিকট হতে ২০(বিশ) লিটার অবৈধ মাদকদ্রব্য দেশীয় তৈরী চোলাইমদ এবং একটি মোটরসাইকেল জব্দ তালিকা মূলে জব্দ করতঃ বর্ণিত আসামীদ্বয়কে গ্রেফতার পূর্বক থানা হেফাজতে গ্রহন করা হয়।
পৃথক অভিযানে আজ ০৬/০৩/২০২৪খ্রি. রাত ২৩.১৫ ঘটিকায় মানিকছড়ি থানার চৌকস আভিযানিক দল থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালীন মানিকছড়ি থানাধীন ০৩নং যোগ্যাছোলা ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের দক্ষিণ সাপমারা সাকিনের কোরবান আলীর মালিকানাধীন টিনের ঘর এর সামনে অবস্থিত সাপমারা টু কাজিরহাট গামী পাকা রাস্তার উপর হতে আসামী ০১। প্রদীপ কান্তি নাথ (৩০), পিতা- মৃত প্রফুল্ল কান্তি নাথ, মাতা-শিখা রানী নাথ, সাং- এনায়েতপুর, ০৯নং ওয়ার্ড, কাটিরহাট ইউপি, ০২। চন্দন নাথ (২২), পিতা-মিলন নাথ, মাতা-লক্ষী নাথ, সাং- মির্জাপুর সোমপাড়া, ০৩নং ওয়ার্ড, মুহুরীহাট ইউপি, উভয় থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রাম দ্বয়কে আটক পূর্বক তাহাদের হেফাজত হইতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে সঙ্গীয় ফোর্স দ্বারা তল্লাশী করিয়া তাদের নিকট হতে ৩০(ত্রিশ) লিটার অবৈধ মাদকদ্রব্য দেশীয় তৈরী চোলাইমদ এবং একটি মাইক্রোবাস জব্দ তালিকা মূলে জব্দ করতঃ বর্ণিত আসামীদ্বয়কে গ্রেফতার পূর্বক থানা হেফাজতে গ্রহন করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতঃ আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
মোঃ আব্দুর রাজ্জাক সুমন
মোবাইল নাম্বার
০১৬০১৩৮৩৭৭৮
Leave a Reply