দর্শনা জয়নগর সীমান্তে বিজিবি বিএসএফ র পতাকা বৈঠকে কারাভোগ শেষে দেশে ফিরে গেলেন ভারতীয় নাগরিক
চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
৫ বছর কারাভোগ শেষে ভারতের ঝাড়খণ্ড প্রদেশের বাসিন্দা অভিষেক কুমারকে (৩৫) আইনগত প্রক্রিয়ায় নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
অদ্য ১৪ ই মার্চ২০২৪ ইং দুপুরের পর চুয়াডাঙ্গার দর্শনার জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট ও ভারতের গেদে সীমান্তের শূন্য রেখায় তাকে হস্তান্তর করা হয়। এসময় উভয় দেশের ইমিগ্রেশন পুলিশ, কাস্টমস ও সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিষেক কুমার ভারতের ঝাড়খন্ড প্রদেশের বোকারো জেলার জারডিক বাজার বর্ম গ্রামের ঘণশ্যাম প্রসাদের ছেলে।
চুয়াডাঙ্গা দর্শনা জয়নগর ইমিগ্রেশন ইনচার্জ এসআই আতিকুর রহমান বলেন, অভিষেক কুমার ২০১৯ সালের ২১ জুলাই অবৈধ ভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে রাজশাহী-ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে। এ ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা হয়। ২০২১ সালের ৪ এপ্রিল রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক মো. সেলিম রেজা অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে ১ বছর বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ডের আদেশ দেন। কারাভোগ শেষে আইনী জটিলতায় সেসময় দেশে ফিরতে পারেনি অভিষেক। এরপর উভয় দেশের মধ্য আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট এলাকার শূন্য রেখায় তাকে হস্তান্তর করা হয়। এসময় অভিষেক কুমারের মা পুষ্পা দেবী ও কাকা মুকেশ কুমার সিনহা উপস্থিত ছিলেন। ভারতীয় নাগরিক হস্তান্তরের সময় বাংলাদেশে পক্ষে উপস্থিত ছিলেন জয়নগর বিজিবি আইসিপি কমান্ডার এনামুল কবির ও কাস্টমস ইনচার্জ সুমন মুন্সী । ভারতের পক্ষে উপস্থিত ছিলেন ভারতীয় পুলিশের তন্ময় দাস, গেদে কাস্টমসের সুপারিনটেনডেন্ট রাম অবতার পিডি যাদব প্রমুখ।
Leave a Reply