খুলনা -দিঘলিয়া উপজেলায় ১৭ই মার্চ ২০২৪ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
জাহিদ হোসেন স্টাফ রিপোর্টার মুক্তিযোদ্ধা টিভি।
দিঘলিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু-কিশোর দিবসটি যথাযোগ্য মর্যাদার সাথে পালন করেছেন। রোববার (১৭ই মার্চ২০২৪) সকাল ৯টা ৩০ মিনিটের সময় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করা হয় এবং দিঘলিয়া উপজেলা বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, দিঘলিয়া থানা, মাননীয় সংসদ সদস্য পক্ষে ছাত্রলীগ, যুবলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, অন্যান্য সংগঠন গুলোর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। আলোচনা সভা দোয়া মাহফিল ও পুরষ্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়।
দিঘলিয়া উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা প্রোগ্রামার জনাব পুষ্প। প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে মাধ্যমে উপস্থিত ছিলেন জনাব আব্দুস সালাম মুর্শেদী এমপি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মূল্যবান বক্তব্য পেশ করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব শেখ মারুফুল ইসলাম তিনি বঙ্গবন্ধুর জন্মদিন সম্পর্কে মূল্যবান বক্তব্য তুলে ধরেন। সভাপতি জনাব খান মাসুম বিল্লাহ বলেন, আমরা স্বাধীনতা পেয়েছি বঙ্গবন্ধুর হাত ধরে, জাতির জনক বঙ্গবন্ধু ছিলেন স্বপ্নচারী ও মহান একজন নেতা। তিনি জাতিকে স্বপ্ন দেখিয়েছিলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন দেখছেন বলে আজ আমরা স্বাধীন দেশ পেয়েছি, স্বাধীন রাষ্ট্র পেয়েছে। এ সময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাকির হোসেন। দিঘলিয়া থানার ওসি জনাব মোঃ বাবুল আক্তার, উপজেলা কৃষি অফিসার জনাব কিশোর আহমেদ, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা কামরুল জামান বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা আলী আজগর, বীর মুক্তিযোদ্ধা শাখাওয়াত হোসেন, এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ মাহফুজুর রহমান, উপজেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষা ভবনের অফিসার জনাব অরিন্দম মন্ডল, উপজেলা একাডেমি সুপারভাইজার জনাব মাকসুদা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার জনাব বিপাশা তনু, উপজেলা তথ্য সেবা অফিসার জনাব সাঈদা খাতুন, উপজেলা হিসাব রক্ষক অফিসার জনক প্রকাশ কুমার আইস, এবং বিভিন্ন দপ্তরের অফিসার, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ প্রমূখ। অনুষ্ঠানের শেষে শিশু কিশোরদের নিয়ে আয়োজিত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply