ফেনীতে উদ্বোধন করা হলো আল্লাহর ৯৯ নামের স্তম্ভ
আর এই স্থাপনার মধ্য দিয়ে ফেনীতে সংযুক্ত হলো আরো একটি সৌন্দর্য সংযোজন।
রোববার (১৭ মার্চ) সন্ধ্যায় শহরের মিজান রোড়ের মাথায় (সোনালী ব্যাংকের সামনে) ইসলামিক স্তম্ভটির উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। এ সময় চত্বরটির নামকরণ করা হয় শান্তি চত্বর।
সংসদ সদস্য বলেন, মিজান ময়দানে জেলার সব বড় বড় প্রোগ্রাম হয়। এখানে ঈদের জামাতসহ আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন হয়। সে ময়দানের সম্মুখে আল্লাহর নাম সম্বলিত এ শান্তি চত্বর নিঃসন্দেহে প্রশংসনীয়।
তিনি বলেন, আমরা ধর্মপ্রাণ মুসলমান। আমাদের জন্য এসব আবেগের। এমন স্তম্ভ পৃথিবীর কোথাও নেই। এই প্রথম ফেনীতে এটি স্থাপন হয়েছে। ফেনীর মানুষ শান্তিতে বিশ্বাসী আমরা শান্তিতে থাকতে চাই।
নবনির্মিত এ স্তম্ভটির উপরে চারটি এলইডি জায়ান্ট স্ক্রিন বসানো হয়েছে। যার মাধ্যমে কোরআন তেলাওয়াত, ওয়াজ মাহফিল, বিভিন্ন ইসলামিক প্রোগ্রাম ও সাংস্কৃতিক প্রোগ্রাম প্রচার করা হবে। স্তম্ভটিতে ৭ হাজার এলইডি লাইট রয়েছে বলে জানান তিনি।
Leave a Reply