খুলনা-দিঘলিয়া উপজেলা বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল শিক্ষা ভবনে বেসিকের উপর কম্পিউটারের ১৫দিনের ট্রেনিং শুরু।
জাহিদ হোসেন স্টাফ রিপোর্টার মুক্তিযোদ্ধা টিভি।
বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) উপজেলা আইসিটি এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই), (ব্যানবেইস) দিঘলিয়া খুলনায় ১৮/০৩/২০২৪খ্রি: হতে ০৬/০৪/ ২০২৪ খ্রি: পর্যন্ত ১ম ব্যাচের আইসিটি ট্রেনিং ফর টিচার্স বেসিক প্রশিক্ষণ কোর্সে শিক্ষকগণের প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য মনোনয়ন করা হয়। শিক্ষকগণের বেসিক আইসিটি প্রশিক্ষণ ২০২৪ এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব খান মাসুম বিল্লাহ, বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ মাহফুজুর রহমান, ও উপজেলা হিসাব রক্ষণ অফিসার জনাব প্রকাশ কুমার আইস, সভাপতি উপজেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল শিক্ষা ভবন এবং সহকারী প্রোগ্রামার ব্যানবেইস জনাব অরিন্দম মন্ডল।
মনোনীত শিক্ষকগণের নামের তালিকা এবং স্কুলের নাম তুলে ধরা হলো ২০২৪ এর প্রথম ব্যাস।
১. সেনহাটী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জনাব শামছুন নাহার।
২. সেনহাটী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জনাব আফসানা।
৩. মেট্রোপলিটন ডিগ্রী কলেজ খুলনার শিক্ষক জনাব মোঃ কবির হোসেন।
৪. মেট্রোপলিটন ডিগ্রী কলেজ খুলনা শিক্ষক জনাব মিহির কান্তি মন্ডল।
৫. মেট্রোপলিটন ডিগ্রী কলেজ খুলনার শিক্ষক জনাব দেব প্রসাদ রায়।
৬.ফুলবাড়ি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জনাব কাজী তরিকুল ইসলাম
৭.দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জনাব মোঃ ইউসুফ হাওলাদার। ৮.দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা জনাব সোনিয়া খাতুন।
৯.মিরেরডাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষিকা জনাব তানিয়া খানম। ১০.মিরেরডাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষিকা তাসলিমা খাতুন।
১১. আড়ংঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা আখিরূন খাতুন।
১২. আড়ংঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা জনাব মুক্তা রায়।
১৩. দারুল কোরআন সিদ্দিকীয় কামিল মাদ্রাসার শিক্ষিকা জনাব মাহফুজা খানম।
১৪. দারুল কোরআন সিদ্দিকীয় কামিল মাদ্রাসার শিক্ষিকা জনাব হাবিবা খাতুন।
১৫. আলহাজ্ব সরোয়ার খান ডিগ্রী কলেজের শিক্ষক জনাব এস এম সাখাওয়াত হোসেন। ১৬.আলহাজ্ব সরোয়ার খান কলেজের শিক্ষিকা জনাব শিবানী রানী বিশ্বাস।
১৭.পথের বাজার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জনাব মোঃ বাজানুল হক।
১৮. খাদিজাতুল কুবরা (রাঃ)মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষক জনাব সাজ্জাদুল ইসলাম।
১৯.আয়তুননেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জনাব মাইকেল কুমার দাস। ২০. আয়াতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জনাব মোঃ জাকির হোসেন। ২১. শেখ আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা জনাব নাছিমা আক্তার। ২২.শেখ আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা জনাব আমেনা খাতুন।
২৩.জামিরা বাজার আসমতিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষক জনাব এম রিয়াদুল ইসলাম। ২৪.জামিরা বাজার আসমতিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষক জনাব উচ্ছাস বিশ্বাস তপু।
Leave a Reply