দিঘলিয়া উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উদযাপন।
জাহিদ হোসেন স্টাফ রিপোর্টার মুক্তিযোদ্ধা টিভি।
খুলনা দিঘলিয়ায় মুক্তিযুদ্ধের চেতনার উন্নত-সমৃদ্ধ অসাম্প্রদায়িক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
উপজেলা চত্বর প্রাঙ্গনে সকাল ৮ঃ০০ ঘটিকার সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরালে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ,দিঘলিয়া থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগের সহযোগী সংগঠনসহ বিভিন্ন সংগঠন, বিভিন্ন স্কুল, কলেজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। তারপর গন কবরস্থানে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা এবং উপজেলা পরিষদ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। দিঘলিয়া উপজেলা মাঠে প্রশাসনের উদ্যোগে কুচকাওয়াজ এবং মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং যুদ্ধহত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব শেখ মারুফুল ইসলাম, দিঘলিয়া প্রেসক্লাবের সাংবাদিক ওয়াহিদ মুরাদ এবং রানা মোল্লা, দিঘলিয়া থানার ওসি মোঃ বাবুল আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী রেজা বাচ্চা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মমতার শিরীন ময়না, জাতির শেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আলী আজগর, বীর মুক্তিযোদ্ধা মোঃ কামরুজ্জামান বাচ্চু, এবং অন্যান্য বীর মুক্তিযোদ্ধাবৃন্দগণ উপস্থিত ছিলেন প্রমূখ।
Leave a Reply