পিরোজপুররে কাউখালীতে ৫০ পিচ ইয়াবাসহ আটক ৩
পিরোজপুর প্রতিনিধি :পিরোজপুরের কাউখালীতে ৫০ পিচ ইয়াবাট্যাবলেটসহ ৩ জনকে আটক করেছে কাউখালী থানা পুলিশ।
জানা গেছে গতকাল ২৭ মার্চ পুলিশের একটি টিম এস আই মোঃমশিউর, এএসআই জামান, এসআই জালিচ সহ অভিযান কালে ৩ জনের কাছ থেকে৫০ পিচ ইয়াবাসহ আটক করেছে। আটকৃতরা হল মোঃ হাসান (২৪) পিতা আয়নাল হক মৃধা, রাখি হোসেন হৃদয়(২০) পিতা আব্দুর রাজ্জাক সরদার মোঃ রিয়াজ হাওলাদার পিতা আবু শাহিন হাওলাদার, এরা চিরাপাড়া এলাকায়।
এ বিষয়ে কাউকেই থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বলেন এরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে। এদের বিরুদ্ধে মাদক আইন একটি মামলা হয়েছে।
বার্তা প্ররক
শেখ মনোয়ারা আক্তার মৌসুমী
পিরোজপুর
Leave a Reply