চুয়াডাঙ্গার আলমডাঙ্গা শহরের পুরাতন বাজার এলাকার স্বামী স্ত্রী হত্যার মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড
চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা শহরের পুরাতন বাজার এলাকার স্বামী স্ত্রী হত্যার মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড এবং তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। এছাড়াও একজনকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত ।
অদ্য ২রা এপ্রিল ২৪ইং আসামিদের উপস্থিতিতে চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারক মাসুদ আলীএই রায় ঘোষণা করার পরে দণ্ডিতদের জেলা কারাগারে পাঠানো হয়।
মৃত্যুদণ্ড প্রাপ্তরা হল আলমডাঙ্গা উপজেলার আসমান খালী গ্রামের বজলুর রহমানের ছেলে মাহাবুল হক( ২৪) একই গ্রামের মিন্টু রহমানের ছেলে রাজিব( ২৬) ও মাসুদ আলীর ছেলে বিদুৎ আলী( ২২) এছাড়াও দুই বছরের সশ্রম কারাগারে আসামি হলেন আসমান খালী গ্রামের তাহাজদ্দীনের ছেলে শাকিল (২৩ )এজাহার সুত্রে জানাযায় আলমডাঙ্গা পৌর এলাকায় বাজারপিড়ায় বৃদ্ধ নজির মিয়া ও তার স্রী ফরিদা খাতুন বসবাস করেন। ২০২২ সালে ২৩শে সেপ্টেম্বর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা চুরি করার উদ্যেশ্য বৃদ্ধ বাড়িতে প্রবেশ করে বৃদ্ধ নজির মিয়া কে প্রথমে জবাই ও কুপিয়ে হত্যা করে।এরপর দম্পতির মেয়ে জামাই সহ পরিবারের সদস্যরা বাড়িতে মোবাইল করে না পেয়ে বাড়িতে এসে দেখতে পাই বাড়ির গেট তালাবদ্ধ।
পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন তালা ভেঙ্গে দেখতে পাই দুই জনের রক্তাক্ত লাশ পড়ে আছে।
ঘটনার দুই দিন পর মেয়ে ডালিয়া অজ্ঞাত নামা আসামি করে থানায় মামলা করে।
মামলার তদন্ত কারী অফিসার চুয়াডাঙ্গা জেলার ডিবি পুলিশের উপ পরিচলকশিহাব উদ্দিন। সম্পত্তি চুরি হওয়া মোবাইল ফোন সুত্র ধরে আসামি শাকিলকে গেপ্তার করে। সেই মোবাইলের কল লিষ্ট ধরে সরাসরি জড়িত তিন জন আসামীকে গেপ্তার করে ২০২৩ সালের ৩১ শে জানুয়ারি আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাক্ষিল করে । দ্বীঘ শুনানি শেষে আদালতের বিচারক আজ এই রায় দেন।
Leave a Reply