আলফাডাঙ্গার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যাপীঠের সভাপতি নির্বাচিত
আলফাডাঙ্গা প্রতিনিধিঃ
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টিটা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যাপীঠের দ্বি-বার্ষিক ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এম ডি কামরুল ইসলাম।
মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে সভাপতি গঠনকল্পে এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোজাম্মেল হক তাকে সভাপতি হিসেবে এ ঘোষণা দেন।
এর আগে অভিভাবক সদস্য মো. কাইজার মিয়া সভাপতি হিসেবে এম ডি কামরুল ইসলামের নাম প্রস্তাব করেন। অপর সদস্য এইচ এম খায়ের মিয়াসহ সকল প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধিরা সর্ব সম্মতিক্রমে এম ডি কামরুল ইসলামকে সভাপতি হিসেবে সমর্থন করেন।
ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি এম ডি কামরুল ইসলাম বলেন,
শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যাপীঠের শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করা আমার মূল লক্ষ্য। আমাকে যারা এই দায়িত্ব দিয়েছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার জন্য সবাই দোয়া করবেন ও সার্বিক সহযোগিতা করবেন।
উল্লেখ্য:
এম ডি কামরুল ইসলাম রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক।
Leave a Reply