আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে বণিক সমিতির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা
চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে বণিক সমিতির নেতৃবৃন্দের সাথে
অদ্য ০৪ এপ্রিল ২০২৪ ইং সকাল ১২:০০ টায় পুলিশ সুপারের কার্যালয়ে সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।
পুলিশ সুপার আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মার্কেটের সামগ্রিক নিরাপত্তা বিষয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং প্রতিনিধিবর্গের সাথে উন্মুক্ত আলোচনা করেন। এসময় তিনি সকল ব্যবসা প্রতিষ্ঠানের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসাবে প্রতিষ্ঠান গুলোকে শতভাগ সিসি ক্যামেরার আওতায় আনার জন্য তাগিদ প্রদান করেন। পাশাপাশি তিনি বাজারের নাইট গার্ডদের গতিবিধি এবং কার্যক্রম স্থানীয় পুলিশের মনিটরিং এর পাশাপাশি সংশ্লিষ্ট বাজার বা মার্কেট কর্তৃপক্ষকেও তাদের নিজস্ব জনবলের মাধ্যমে নৈশ প্রহরীদের কার্যক্রমের তদারকির নির্দেশনা প্রদান করেন। যেকোন পরিস্থিতি মোকাবেলায় চুয়াডাঙ্গা জেলা পুলিশ চুয়াডাঙ্গার সকল ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস প্রদানসহ পারস্পরিক সম্পর্ক ও অংশীদারিত্বের ভিত্তিতে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply