পটুয়াখালীতে
ডিবির অভিযানে ৬০(ষাট) বোতল ফেন্সিডিল সহ আটক ১
অপূর্ব সরকার,
বিশেষ প্রতিনিধি,পটুয়াখালী।
পটুয়াখালীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পটুয়াখালী সদর থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করলে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা ৬০(ষাট) বোতল ফেন্সিডিল সহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক।
রবিবার (৭ এপ্রিল) ১৭:৩৫ ঘটিকার সময় পটুয়াখালী জেলার পুলিশ সুপার জনাব মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম এর দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা একেএম আজমল হুদা এর নেতৃত্বে পটুয়াখালী সদর থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান ডিউটিতে নিয়োজিত অফিসার এসআই(নিঃ) সম্বিত রায় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পটুয়াখালী থানাধীন বদরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ খলিশাখালী সাকিনের UPPL 150 MW (পায়রা পাওয়ার প্লান্ট) এর দক্ষিন পাশে পাকা রাস্তার উপর হইতে ০২(দুই) টি মাদক মামলার আসামী মোঃ জাহিদুল হাসান (৪১), পিতা-মোঃ হানিফ শাহ, মাতা-মোসাঃ সুফিয়া বেগম, সাং-দক্ষিন চাঁদপুর, ১নং ওয়ার্ড, দর্শনা পৌরসভা, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা, এ/পি সাং-ঝুমঝুমপুর, আদর্শপাড়া, ফতেপুর ইউপি, থানা-কোতয়ালী, জেলা-যশোরকে কাপড়ের তৈরী ০১টি কালোর উপরে সাদা ফোটা যুক্ত সাইড ব্যাগের মধ্যে রক্ষিত ৬০(ষাট) বোতল কর্ক যুক্ত ফেন্সিডিল, যাহার প্রতিটির গায়ে ইংরেজীতে PHENSEDYL 100 ml abbott লেখা সহ ইংরেজীতে আরো কিছু লেখা আছে। যাহার প্রতিটি বোতলের ওজন 100 ml সর্বমোট ওজন (৬০×১০০)=৬,০০০ml (৬ লিটার) যাহার প্রতিটি বোতলের মূল্য ৪,০০০/- টাকা, সর্বমোট অবৈধ বাজার মূল্য (৬০×৪০০০)= ২,৪০,০০০/-(দুই লক্ষ চল্লিশ হাজার) টাকা সহ আটক করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে পটুয়াখালী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।
উক্ত তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) আহমাদ মাঈনুল হাসান।
Leave a Reply