গাজী মনজুরুল ইসলাম, নির্বাহী সম্পাদক, মুক্তিযোদ্ধা টিভি।
গাজি শহিদুল হাসান বিদায় স্যার,চির বিদায়।
নড়াইল জেলা আওয়ামীলীগের প্রয়াত সভাপতি মরহুম গাজী আলী করিম সাহেব ও নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা মরহুমা হালিমা করিম নান্নু আন্টি এর একমাত্র পুত্র, নড়াইল জেলা পাবলিক লাইব্রেরির সাবেক সাধারণ সম্পাদক,লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের প্রভাষক,,, ও এ্যাডঃ কাজি বসিরুল হক ও নড়াইল পৌর কমিশনার, জহির কাজির আপন ভাগ্নে,,,, গাজী শহিদুল হাসান Gazi Hassan মঙ্গলবার রাত২.০০ ঘটিকায় কলকাতা হাসপাতালে স্ট্রোক জনিত কারনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন।। মহান আল্লাহতাআলা রব্বুল আলামীন উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করুন আমিন।।।
Leave a Reply