বেড়ায় চেয়ারম্যান প্রার্থী মোঃ এজাজ আহমেদ সোহাগের গণসংযোগ তুঙ্গে সারা দিচ্ছে ভোটররা।
পাবনার বেড়ায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সামনে রেখে বর্তমান আমিনপুর উপজেলার আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক এজাজ আহমেদ সোহাগ তিনি বেড়া, উপজেলার সকল উইনিয়ন ও বেড়া পৌর শহরে সহ গ্রাম হতে গ্রাম হাটবাজারে ব্যাপক গণসংযোগ করে যাচ্ছেন । এ সময় তার সঙ্গে উপস্থিত আছেন এলাকার ইউনিয়নের নেতা কর্মীরা যুবলীগ লীগ, ছাত্র লীগ, তাতী লীগ। পবিত্র রমজানের সেহরি শেষ করে ফজরের নামাজ পরে বের হোন দুরদুরান্তে অলিহলি সহ গ্রাম হতে গ্রামে পাড়া মহল্লার সাধারন ভোটার দের দাড়ে দাড়ে ঘুরছেন মো ঃ আফজাল হোসেন। সারা পাচ্ছেন নানা পেশার সাধারন মানুষের। সুন্দর ব্যবহার নম্র অনুভূতি মিষ্টি ভাষী ও বিনয়ি এই,নেতার কে পেতে চান ভোটার রা সেই সাথে তাদের দোয়া এ সমর্থ পাচ্ছেন। এ সময়এ Post আহমেদ সোহাগ, আওয়ামীলীগের অঙ্গ সংহগঠনের বিভিন্ন স্থরের নানা পেশার লোকজন তার সাথে ব্যাস্ত সময় কাটাচ্ছে। আমিন পুরের ২ নং ওয়ার্ডের লোকমান বলেন বেড়া উপজেলার মত জায়গাতে সোহাগ কে মানাবে তাকে আমরা সমর্থ জানাচ্ছি । এলাকার খোজ খবর নেন দেখুন তার জনপ্রিয়তা তার মত আরো অনেকেসোহাগ কে দোয়া ও সমর্থ দিচ্ছেন। এ বিষয়ে বেড়া উপজেলা পরিষদের চেয়ার ম্যান প্রার্থী এজাজ আহমেদ সোহাগ বলেন, সাধারন মানুষের দোয়া আর তাদের ভাল বাসা আমি সিক্ত সুষ্ঠু সুন্দর ভোট হলে জনগন আমাকে বেচে নিবে। এ ছাড়া জাতীয় নির্বাচনে বেশ কঠোর পরিশ্রম করেছি, খোজ খবর নেন দেখুন জনগন কি বলে আশা করি বিষটি বুঝতে পারবেন। ছবি সহ
উজ্জল হোসাইন।
বেড়া, পাবনা
তারিখ ৯/৪/২৪ইং
মোবাইল ০১৭১৩৭৩০৫৫২
Leave a Reply