বেড়ায় আবারও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হতে চান শায়লা শারমিন ইতি।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পাবনার বেড়া উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে আবারও প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন মোছা শায়লা শারমিন ইতি । আগেও একই পদে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন তিনি।
মোছা শায়লা শারমিন ইতি ছাত্রী জীবন থেকে আওয়ামীলীগের সাথে যুক্ত ছিলেন।
ইতি বলেন, আমি উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালন করেছি। এই সময়ে আমি ন্যায়, নীতি, সৎ, আদর্শ ও স্বচ্ছতা বজায় রেলার চেষ্টা করেছি । বেড়া উপজেলা পরিষদের সব কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিয়েছি। একইভাবে দলীয়, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে উপস্থিত থেকে ভূমিকা রেখেছি। নারি উন্নয়নে বেশ ভাল ভৃমিকা পালন করেছি।
তিনি বলেন, আগামী৮ ৮ মে বেড়া উপজেলা পরিষদের নির্বাচন। এ নির্বাচনে পুনরায় আমি মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী। এজন্য সবার কাছে আরেকবার সুযোগ চাই। বর্তমানে তিনি বেড়া উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদিকা হিসাব। দীর্ঘ দিন দায়িত্ব পালন করছেন।
আওয়ামী লীগের এ নেত্বী বলেন, আমি মনে করি, আমার বিগত দিনের অভিজ্ঞতা দিয়ে আগামীতে আরও সফলভাবে আমার দায়িত্ব পালন করতে পারবো।
নির্বাচনে সবার সহযোগিতা চেয়ে ইতি বলেন, ভোটারদের আহ্বান জানাই, আগামী ২০২৪ সালের ৮ মে নির্বাচনে আমাকে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে পুনরায় সমর্থন দিয়ে নির্বাচিত করে সবার পাশে থাকার ও সেবা করার সুযোগ দেবেন। আশা করি সবার দোয়া ও সমর্থ নিয়ে পুর্নরায় নির্বাচিত হব।
উজ্জ্বল হোসাইন।
বেড়া, পাবনা।
তারিখ ১০/৪/২৪
Leave a Reply