পশ্চিম শ্রীরামদী আখন বাড়ি হোসাইনিয়া হাফিজিয়া মাদ্রাসায় পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।
জাহিদ হোসেন স্টাফ রিপোর্টার মুক্তিযোদ্ধা টিভি।
আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) পবিত্র ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭.৪৫ মিনিটের সময় আখন বাড়ি হোসাইনিয়া হাফিজিয়া মাদ্রাসায়। ঈদের নামাজের মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও দেশের মানুষের সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়। ঈদের জামাতে বিভিন্ন মুসলিম ও দেশের সর্বস্তরের হাজারো মানুষ নামাজ আদায় করেন। ঈদের জামাতে ইমামতি করেন জাফরাবাদ হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মুফতি মোহাম্মাদুল্লাহ।এর আগে সকাল ৭.৪৫ মিনিটের সময় ঈদগাহ ময়দানে সরেজমিনে দেখা গেছে, নামাজ আদায়ের জন্য ঈদগাহের রাস্তায় মাঝে, মসজিদের ভিতরে এবং মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে মুসলিমদের সারি সারি দেখা গেছে। হাজারো মুসলিম সারিবদ্ধভাবে ঈদগাহে ঢুকছেন। নামাজের নির্দিষ্ট সময়ের আগেই মাদ্রাসার ঈদগাহ পরিপূর্ণ হয়ে যায়।সব শ্রেণী- পেশা মুসলমানগন আর্থিক অবস্থান ভুলে পাশাপাশি দাঁড়িয়ে সবাই নামাজ আদায় করেন। নামাজ শেষে খুদবার পর মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও দেশের মানুষের সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে। মোনাজাতে শেষে বুকে বুক মিলিয়ে হৃদয়ের উষ্ণতার প্রীতির বন্ধেনে আব্দ্ধ হন। মুসলমানরা পরস্পর কোলাকুলি ও কুশল বিনিময় করেন।
Leave a Reply