পবিত্র ঈদুল ফিতর এর নামাজ আদায় করেছেন প্রিয়ভূমি কাজিপুরের সোনামুখী ইউনিয়নের স্হলবাড়ি ঈদগাহ মাঠে।
এরপর,সোনামুখী, চালিডাঙ্গা,মাইজবাড়ি,কাজিপুর সদর, পৌরসভা,গান্ধাইল,রতনকান্দি,বাগবাটি এবং ছোনগাছা ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রিয় জনগণ ও নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
প্রিয় এলাকাবাসী এবং নেতা কর্মীদের অতুলনীয় ভালোবাসা, দোয়া এবং আশীর্বাদ প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি ঈদের সবচেয়ে বড় উপহার মনে করেন।
Leave a Reply