পটুয়াখালীতে ৫১(একান্ন) পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন আটক
অপূর্ব সরকার,
বিশেষ প্রতিনিধি,পটুয়াখালী।
পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার মাদক উদ্ধার অভিযানে পৌরসভার ৭নং ওয়ার্ডের গোরস্থান রোডস্থ হামিম হালিমা নামক খাবার হোটেলের মধ্যে হইতে ৫১(একান্ন) পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
রবিবার(১৪ এপ্রিল) বিকাল ৪টা ০৫মিনিটের পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম এর দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা একেএম আজমল হুদার নেতৃত্বে পটুয়াখালী সদর থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান ডিউটিতে নিয়োজিত অফিসার এসআই(নিঃ) সম্বিত রায় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পটুয়াখালী থানাধীন পটুয়াখালী পৌরসভার ৭নং ওয়ার্ডের গোরস্থান রোডস্থ ধৃত আসামী মোঃ জসিম উদ্দিন রাঢ়ী (৩৫) এর মালিকানাধীন হামিম হালিমা নামক খাবার হোটেলের মধ্যে হইতে দুই জন কে আটক করে। প্রথম জন হলো পটুয়াখালী জেলার ৭নং ওয়ার্ডের গোরস্থান রোডের পিতা মোঃ ইনসান রাঢ়ী ও মাতা-সুরাতন নেছা এর ছেলে মোঃ জসিম উদ্দিন রাঢ়ী (৩৫)। দ্বিতীয় জন হলো জেলার ভুরিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পিতা- মোঃ সালাম ফরাজি ,মাতা- মোসাঃ সেলিনা বেগম এর ছেলে মোঃ শাহ আলম ফরাজি (২৬)।
এই দুই জন এর কাছ থেকে ০১টি সাদা রংয়ের এয়ার টাইট জিপারের মধ্যে রক্ষিত ৫১ (একান্ন) পিচ ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন ৫.১(পাঁচ দশমিক এক) গ্রাম, অবৈধ বাজার মূল্য অনুমান (৫১×৩০০)=১৫,৩০০/-(পনের হাজার তিনশত) টাকা সহ আটক করা হয়।আসামীদ্বয়ের বিরুদ্ধে পটুয়াখালী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।
উক্ত বিষয় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আহমাদ মাঈনুল হাসান নিশ্চিত করেছেন।
Leave a Reply