পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের আনুষ্ঠানিক র্যাংক ব্যাজ পরিধান
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা কর্তৃক পদ বিভাজনকৃত চুয়াডাঙ্গা জেলায় বিদ্যমান পদোন্নতিযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে নায়েক হতে এএসআই(সশস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত মোঃ রতন ইসলাম ও সোনিয়া আক্তার দ্বয়কে
অদ্য ১৫ ই এপ্রিল ২৪ ইং বেলা ০১:৩০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয় অফিসকক্ষে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দেন আর এম ফয়জুর রহমান পিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।
এসময় পুলিশ সুপার মহোদয় সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের অভিনন্দন জানান এবং পেশাদারিত্বের সাথে দেশ ও জনগণের কল্যাণে দায়িত্ব পালনের আহ্বানসহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
উক্ত র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
Leave a Reply