দৌলতপুর উপজেলা গোবরগাড়া অবসরপ্রাপ্ত সেনাবাহিনী সদস্য ওমর ফারুক মিথ্যা সরকারি চাকরির দেওয়ার নামে ভুক্তভোগী আবু বক্কর এর কাছে থেকে দুই লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ।
দৌলতপুর উপজেলা প্রতিনিধি কুষ্টিয়া //
ওমর ফারুক পিতা মৃত ইব্রাহিম বিশ্বাস, গোবরগাড়া পুরাতন পাড়া জামে মসজিদের পাশে ইউনিয়ন দৌলতপুর উক্ত বিবাদিদয় এর প্রতিবেশী এবং আত্মীয়,
ওমর ফারুক সেনা সদস্য ছিলেন বলে আবু বক্কর বিশ্বাস করে তার ছেলের চাকরি দিবে মর্মে ইচ্ছা পোষণ করেন, সেই মোতাবেক বিবাদীদয় ছেলেকে চাকরি বাবদ ২ লক্ষ টাকা ওমর ফারুক কে প্রদান করেন, বিবাদী দল যেহেতু তার প্রতিবেশী ও আত্মীয় সেহেতু ওমর ফারুক এর প্রতি বিশ্বাস স্থাপন করিয়া ২৬/১২/২০২৩ বিকাল আনুমানিক পাঁচ ঘটিকার সময় তাহার বাড়িতে বসিয়া ওমর ফারুককে ২ লক্ষ টাকা প্রদান করে, এ সময় উপস্থিত ছিলেন আব্দুল আল মামুন, পিতা মসা করিম,আমিরুল ইসলাম, চাকরি না দেয়ার কারণে প্রতারক ওমর ফারুকের কাছে ভুক্তভোগী আবু বক্কর ২ লক্ষ টাকা ফেরত চাইলে তাকে বিভিন্নভাবে ওমর ফারুক গালাগালি করেন এবং মারধর করেন,
উক্ত বিষয় বিবেক বিবেচনা করে প্রতারক ওমর ফারুক এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং তার নগদ দুই লক্ষ টাকা ফেরত নেওয়ার আশাবাদী ভুক্তভোগী আবু বক্কর ও তার পরিবার।
Leave a Reply