আলফাডাঙ্গায় সাংবাদিককে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার প্রেস ক্লাবের সভাপতি এবং মুক্ত খবর পত্রিকার স্টাফ রিপোর্টার আরিফুজ্জামান চাকলাদার আপেলের (৪২) হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন এক ট্রলি ব্যবসায়ী।
শনিবার (২০ এপ্রিল) বিকেল ৫টার দিকে তাকে এ হুমকি দেওয়া হয়। সাংবাদিককে হুমকিদাতা শামিম মোল্যা (৩৫) একজন ট্রলি ও ভ্যেকু ব্যবসায়ী। তিনি উপজেলার পৌর সদরের ৯নং কুসুমদি ওয়ার্ডের ট্রলি সমিতির সভাপতি দাউদ মোল্যার ছেলে।
সাংবাদিক আপেল বলেন, আমি একদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়া অবৈধ ট্রলি নিয়ে একটি স্টাটাস দেই। এর জেরে ট্রলি ব্যবসায়ী শামীম মোবাইল ফোনে বাবা-মা তুলে অকথ্য ভাষায় গালাগাল করেন। এমনকি হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেন। এ বিষয়ে শনিবার থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।
হুমকির বিষয়ে শামিম মোল্যা জানান, আমার বাবার সম্বন্ধে বাজে কথা বলায় আমি তার সঙ্গে কথা বলেছি। কেউ আমার বাবাকে নিয়ে কথা বললে আমি কি তাকে ছেড়ে দিব?
আলফাডাঙ্গা থানার ওসি সেলিম রেজার বক্তব্য জানতে তাকে ফোন করা হয়। তিনি কল রিসিভ করে হ্যালো বলে কল কেটে দেন। পরবর্তীতে তাকে ২ বার ফোন দিলে একবার কেটে দেন এবং দ্বিতীয়বার ফোন রিসিভ হয়নি।
Leave a Reply