পটুয়াখালী জেলা ঘাতক দালাল নির্মূল কমিটি পুর্নগঠিত…
অপূর্ব সরকার, বিশেষ প্রতিনিধি,পটুয়াখালীঃ মুক্তিযুদ্ধের চেতনা সমুজ্জল রাখার লক্ষ্যে পটুয়াখালী জেলা ঘাতক দালাল নির্মূল কমিটি পুর্নগঠনের জন্য একসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ এপ্রিল) বিকাল ৪ টায় জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর এর ব্যক্তিগত কার্যালয়ে তার সভাপতিত্বে জেলা ঘাতক দালাল নির্মূল কমিটি পুর্নগঠন সভায় সর্বসম্মতিক্রমে কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীরকে পূনরায় সভাপতি ও সাংবাদিক ও সংস্কৃতিকর্মী মুজাহিদুল ইসলাম প্রিন্সকে সাধারন সম্পাদক করে পটুয়াখালী জেলা ঘাতক দালাল নির্মূল কমিটি পুর্নগঠন করা হয়েছে।
পুর্নগঠন কমিটির অন্যান্যরা হলেন- সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা খান মফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান খান, বীর মুক্তিযোদ্ধা মানস কান্তি দত্ত, বীর মুক্তিযোদ্ধা এম এ হালিম ও নাসরিন মোজাম্মেল এমা। যুগ্ম সাধারন সম্পাদক কাজী দেলোয়ার হোসেন দিলিপ ও মাসুদ আলম বাবুল, সাংগঠনিক সম্পাদক মিহির কান্তি শীল, দপ্তর সম্পাদক জালাল আহমেদ, প্রচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ ফোরকান আলী, মহিলা বিষয়ক সম্পাদক অধ্যাপিকা নাসিমা শাহিন।
কমিটির কার্যকরি পরিষদ সদস্যরা হলেন বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার রক্ষিত, বীর মুক্তিযোদ্ধা বাদল ব্যানার্জী, বীর মুক্তিযোদ্ধা মোঃ লুৎফর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মমিন খান, সাংবাদিক স্বপন ব্যানার্জী, সাংবাদক নিনা আফরিন,উন্ময়ন কর্মী মাহফুজা হেলেন,নাসিমা সিকদার, মোঃ ফরিদ উদ্দিন,এমদাদুল হক,রেদোয়ান হোসেন প্রমুখ। এ কমিটিতে আরো সদস্য অন্তর্ভূক্ত করা হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় আগামী ৩ মে ঢাকার ঘাতক দালাল নির্মূল কমিটির আয়োজিত জাতীয় সমাবেশ সফল করার জন্য সকলের প্রতি আহবান জানান সভার সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর।
Leave a Reply