বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটে বাড়ানোর পরিকল্পনা করছে সরকার।-আ ক ম মোজাম্মেল হক এমপি।
জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতার সম্মানী বৃদ্ধি করার পরিকল্পনা করেছেন বলে মাননীয় মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, মুক্তিযোদ্ধা ভাতা ৩০ হাজার টাকা করার প্রস্তাব পাঠিয়েছেন প্রধানমন্ত্রীর দপ্তরে। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার মুক্তিযোদ্ধা বান্ধব সরকার তিনি মুক্তিযোদ্ধাদের দাবিগুলো চেষ্টা করেন যথা সম্ভব পূরণ করে দেওয়ার জন্য। মাসিক সম্মানীর পাশাপাশি অন্যান্য খাতেও ভাতা বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের। সাধারণ মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ত্রিশ হাজার টাকা করার প্রস্তাব করা হয়। যুদ্ধাহত ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা একইভাবে বৃদ্ধি করার প্রস্তাব করা হয়। গতকাল সংসদ ভবনে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সর্ম্পকিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব প্রস্তাব তুলে ধরা হয়েছে। জানা যায় যে, বর্তমানে মুক্তিযোদ্ধাদের কেবল বিজয় দিবসের দিনেও বিশেষ ভাতা পান। গতকাল বৈঠকে প্রস্তাব করা হয়েছে স্বাধীনতা দিবসেও নতুন করে ১০হাজার টাকা হারে ভাতা প্রদানের। এ দুটি বিশেষ দিনের ভাতার আরো আরো দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর প্রস্তাব আগামী ১লা জুলাই থেকে কার্যকর কথা বলা হয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের যত সুযোগ সুবিধা আছে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলেই তা পূরণ করা দেয় বলে জানিয়েছেন। অন্যান্য সরকার ক্ষমতা আসলে মুক্তিযোদ্ধাদের উপর অত্যাচার লাঞ্ছিত বঞ্চিত দুঃখে দুর্দশা জীবন কাটাতে হয়।
Leave a Reply