পুলিশের সকল স্তরে খাগড়াছড়ি জেলায় শ্রেষ্ঠ হয়েছে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ ও মাটিরাঙ্গা সার্কেল
খাগড়াছড়ি জেলায় মাদক উদ্ধার,মাদক ব্যবসায়ীদের আটক, অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান নিরোধ সহ বিভিন্ন কার্যক্রমে অবদান রাখায় পুলিশের সকল স্তরে খাগড়াছড়ি জেলায় শ্রেষ্ঠ হয়েছে মাটিরাঙ্গা থানা ও মাটিরাঙ্গা সার্কেল
২২ এপ্রিল (সোমবার) মাসিক কল্যাণ ও অপরাধ সভায় অভিন্ন মানদন্ডের আলোকে খাগড়াছড়ি জেলা পুলিশের ভালো কাজ ও কর্ম-দক্ষতায় মার্চ ২০২৪ মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মূল্যায়ন পূর্বক বিভিন্ন ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠদের নাম ঘোষণা করে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন, খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)।
এতে সহকারি পুলিশ সুপার হিসেবে জেলায় শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন মাটিরাঙ্গা সার্কেল আবু জাফর মোঃ সালেহ।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর,ওসি (তদন্ত) মোঃ শরীফ, এসআই (নিঃ)মাসুদ আলম পাটোয়ারী, এ এসআই (নিঃ) মোঃ শাহনেওয়াজ পিপিএম খাগড়াছড়ি জেলায় শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন।
সহকারি পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) আবু জাফর মোঃ সালেহ ও অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর বলেন, বাংলাদেশ পুলিশ দেশের আইন শৃঙ্খলা রক্ষা, জনগণের জানমালের হেফাজতে নিরলস ভাবে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।
তবু ও এমন অর্জন পুলিশের একার পক্ষে সম্ভব নয়। মাটিরাঙ্গার জনগণের সহযোগিতা ও খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) এর সঠিক নির্দেশনা ও আন্তরিকতা ছিল বলেই আমরা এই সম্মাননা পেয়েছি।
মাটিরাঙ্গা সার্কেল ও থানা এলাকা থেকে চোরাচালান রোধ, মাদক, সন্ত্রাস সহ যেকোনো অপরাধ দমনের জন্য সবার সহযোগিতা কামনা করেছেন।
Leave a Reply