প্রসঙ্গ: শনিবারের ছুটি ও আমাদের অবস্থান!
শিক্ষার্থী এবং অভিভাবক গণ যদি পারেন তাহলে শিক্ষক হিসেবে আমাদের শ্রেণি কার্যক্রম পরিচালনায় কোনো সমস্যা নেই!
তবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমাদের প্রশ্ন:
“দেশের সংবিধান অনুযায়ী একজন পেশাজীবী এবং প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে আমরাও অন্যান্য পেশাজীবী এবং প্রজাতন্ত্রের অন্যান্য গণ কর্মচারীদের মতো সমান সুযোগ লাভের অধিকার রাখি কিনা?!”
নাম দিবেন ভ্যাকেশন ডিপার্টমেন্ট, ছুটি ভোগের সুযোগ থাকবে না অথচ অবসরের সময় সুবিধাদি (আর্থিক) কম দিবেন!
আবার,
ভ্যাকেশন ডিপার্টমেন্ট এর মত (বাংলাদেশের বিচার বিভাগ এবং পৃথিবীর অন্যান্য দেশের শিক্ষা বিভাগের ন্যায়) সত্যিকার অর্থে ভ্যাকেশন ভোগের সুযোগ থাকবে না! এটা তো হতে পারে না! আমরা আবারো বলতে চাই- আমরা ভ্যাকেশনের তকমাটি আর চাই না! আমরা সংবিধান অনুযায়ী অন্যান্য গণ কর্মচারীদের ন্যায় (অন্যান্য বিভাগের ন্যায়) সার্ভিসের ক্ষেত্রে সমান সুযোগ লাভের অধিকার চাই।
নামমাত্র সামান্য কিছু ছুটির নামে প্রহসনের ছুটি দিয়ে ভ্যাকেশন ডিপার্টমেন্ট থাকতে চাই না! গ্রীষ্মকালীন, শীতকালীন, মাহে রমজানের ছুটি বাতিল ও কর্তনের ন্যায় এবং শিখন ঘাটতি পূরণের অজুহাতে শনিবারের ছুটি বাতিলের তড়িৎ সিদ্ধান্তের ন্যায় দ্রুততম সময়ের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানকে (শিক্ষা বিভাগ) নন ভ্যাকেশন ডিপার্টমেন্ট হিসেবে ঘোষণার গেজেট চাই।
লেখক:
মোঃ ওমর ফারুক
সাংগঠনিক সম্পাদক ও মুখপাত্র, স্বাশিপ কেন্দ্রীয় কমিটি
ও
সাধারণ সম্পাদক, বাসমাশিস, খুলনা জেলা কমিটি।
ইমেইল: omurfaruknghs12@gmail.com
Leave a Reply