বাঘা উপজেলার বাউসা স্কুল মাঠে বৃষ্টির জন্য ইস্তেস্কার নামাজ আদায়
মোঃ শামসুজ্জোহা শামীম
ভাইস চেয়ারম্যান
মুক্তিযোদ্ধা টেলিভিশন
বাঘা(রাজশাহী): সারাদেশে টানা তাপপ্রবাহের ফলে হাঁসফাঁস করছে জনগণ। সেই সাথে অতি খরায় পানির অভাব দেখা দিয়েছে ফসলের মাঠে। আর এই তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষায় বৃষ্টি চেয়ে রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা স্কুল মাঠে ইস্তিস্কার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।
শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ১০ টায় বাউসা স্কুল মাঠে এ নামাজ আদায় করেন মুসল্লিরা। এই নামাজের আয়োজন করেন,স্থানীয় সর্বস্তরের জনগণ। এ সময় বিশেষ এই নামাজ আদায় করতে জড়ো হন বিভিন্ন এলাকার শতশত ধর্মপ্রাণ মুসল্লিরা।
স্হানীয় ইমাম এই নামায পরিচালনা করেন। দুই রাকাত নফল নামায পরে তিনি আরবিতে খুতবা দেন। যেখানে তীব্র গরমের কথা উল্লেখ করে আল্লাহর কাছে বৃষ্টির প্রার্থনা করেন। আশপাশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা নামাজে অংশ নেন। এ সময় প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তিসহ দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করা হয়।
নামাজ আদায় শেষে ইমাম সাহেব বলেন, কোরআন-হাসিদের আলোকে যতটুকু জানা গেছে, তা হলো মানুষের সৃষ্ট পাপের কারণেই মহান আল্লাহ এমন অনাবৃষ্টি ও খরা দেন। বৃষ্টিপাত না হলে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) সাহাবিদের নিয়ে খোলা ময়দানে ইসতিসকার নামাজ আদায় করতেন। সে জন্য তারা মহান সৃষ্টিকর্তার কাছে পাপের জন্য তওবা করে এবং ক্ষমা চেয়ে দুই রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন।
Leave a Reply