চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা শহরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিতে দুটি প্রতিষ্ঠানে চল্লিশ হাজার টাকা জরিমানা
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা শহরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিতে দুটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপককের বিভিন্ন অপরাধ ধরা পড়ায় তাদেরকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অদ্য ২৮ শে এপ্রিল ২৪ইং রবিবার দুপরের পর জীবননগর উপজেলা শহরের বাসস্ট্যান্ড ও হাসাদহ রোড এলাকায় এ তদারকি পরিচালিত হয়। খাবারের হোটেল ও ফার্মেসীসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।
জীবননগর উপজেলা শহরের হাসাদহ সড়কে ফায়ার সার্ভিস কার্যালয়ের পাশে মেসার্স মায়ের দোয়া হোটেলে তদারকিতে খোলা নর্দমার পাশে খুবই অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি, খাবারে নিষিদ্ধ ক্ষতিকর ইন্ডস্ট্রিয়াল লবন ও অন্যান্য দ্রব্যের ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধের কারনে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মিনারুল হককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪২ এবং ৪৩ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে বাসস্ট্যান্ড মোড়ে মেসার্স শাওন ফার্মেসীতে তদারকি চালিয়ে প্রচুর পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ঔষুধ ও বিক্রি নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পুল জব্দ করে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। এ অপরাধে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক আব্দুর রাজ্জাককে ৪৫ ও ৫১ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ কাজে পরিচলনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচলক সজল আহাম্মদ সহযোগীতায় ছিলেন জীবননগর থানার এসআই সৈকতের নেতৃত্বে একদল পুলিশ সদস্য।
Leave a Reply