মাটিরাঙ্গা থানায় চার লক্ষ আটানব্বই হাজার টাকার স্বর্ণসহ এক চোরাকারবারি আটক
মোঃ আব্দুর রাজ্জাক সুমন
খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা এবং চুরি, ডাকাতি, রাহাজানি প্রভৃতি নিবারণের জন্য খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) সব সময় খাগড়াছড়ি জেলার প্রত্যেকটি পুলিশ ইউনিটকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করার নির্দেশনা দিয়ে থাকেন।
এ সকল ঘৃণিত অপরাধ রুখে দিতে জেলার পুলিশ সুপারের সুদৃঢ় ও বিচক্ষণ দিকনির্দেশনায় খাগড়াছড়ি জেলা পুলিশ সুকৌশলে প্রতিনিয়ত এমন অপরাধীদের আইনের আওতায় আনতে সক্ষম হচ্ছে।
এরই ধারাবাহিকতায় চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে মাটিরাঙ্গা থানার একটি বিশেষ চৌকস দল মাটিরাঙ্গা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করা কালে মাটিরাঙ্গা থানাধীন ০১নং তাইন্দং ইউনিয়নের ০৮নং ওয়ার্ড তাইন্দং বাজারস্থ কুটুমবাড়ী রেস্টুরেন্টের সামনে রাস্তার উপর
২৮/০৪/২৪ তারিখে ভোর ০৫.২০ ঘটিকায় চেক পোস্ট করে বিদেশী স্বর্ন সর্বমোট ওজন= ০৫ ভরি ০৪ পয়েন্ট স্বর্ণ, যার বর্তমান বাজার মূল্য=
৪,৯৮,০০০=( চার লক্ষ আটানব্বই)হাজার টাকা।
চোরাকারবারি মোঃ ওমর ফারুক (২৪), গ্রামঃ-সিংহপাড়া, ১নং ওয়ার্ড, ০২নং তবলছড়ি ইউনিয়ন , থানা-মাটিরাঙ্গা, জেলা-খাগড়াছড়ি পার্বত্য জেলাকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসা বাদে উক্ত আসামী জানায়, সে বাংলাদেশের বিভিন্ন এলাকার চোরচক্রের সদস্যদের থেকে স্বর্ণ নিয়ে এসে প্রত্যন্ত অঞ্চলে বিক্রি করে থাকে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে এবং আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
Leave a Reply