পাবনায় আয়কর বকেয়া থাকার পরে ও মনোনয়ন বৈধতা পেল আঃ বাতেন।
পাবনার বেড়ায় সারা দেশের ন্যায় আসছে ৮ মে বেড়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। একজন প্রার্থীর নির্বাচন আইন ও বিধি অনুয়াযি প্রার্থী কে আয় কর পরিশোধ করা জররী তা না হলে তার মনোনয়ন অবৈধ ঘোষনা করা হয়। গত ১৭ এপ্রিল পাবনা জেলা নির্বাচন অফিস প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই শুর করেন রেজাউল হক বাবু ও মহিলা ভাইস চেয়ারম্যান সুষমা রানির মনোনয়ন অবৈধ ঘোঁষনা করেন। সেখানে আঃ বাতেনের কর বকেয়া ছিল ৩২,৮২,০২১ টাকা তার মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়েছে। বিষটি নিয়ে পুরে্ জেলায় আলোচনা সমালোচনা হচ্ছে। আঃ বাতেন কে নির্বাচনে অংশ গ্রহনে আর কোনো বাধা নেই, তার প্রতীক হল ঘোড়া। এ বিষয়ে পাবনার কাশিনাথপুর উপকর কমিশানরের কার্যালয়ে করকমিণার সাইদুর রহমান ট্রেনিং থাকায় উক্ত শাখার ইন্সপেক্টর অভিজিৎ কুমার বলেন, বেড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী আঃ বাতেনের মোট ৩২,৮২,০২১ টাকাআয় কর বকেয়া আছে তার টিন নম্বর ৪১১৮৭৫৬০৪৬২৪। বিষটি লিখিত ও মৌখিক ভাবে জানানো হয়ছে। যাচাই এর দিন বিষটি তুলে ধরা হয় জেলা রিটানিং কর্মকর্তা বিষটি আমলে নেন নি। আমাদের কিছুই করার ছিল না। আমাদের অফিসের পক্ষে সব কিছু বলা হয়েছিল। বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আঃ বাতেন বলেন, বকেয়া আছে কিনা নাই সেটা নির্বাচন অফিস জানে তারা তো আমাকে বৈধতা দিয়েছে। পাবনার জেলা রিটানিং কর্মকর্তা, মাহবুবুর রহমান বলেন। বলেন আয় কতৃক প্রত্যয়ন পত্র পেয়ে তার মনোনয়ন বৈধতায় বাধা ছিল না। এখন আয় কর্মকর্তা যদি দাবি করে তার আয় কর বকেয়া আছে বিষটি একটি ষড়যন্ত্র আমাকে ফাসানো হচ্ছে। তিনি বিষটি উপর মহলে জানাবেন বলে সাংবাকিক কে অবগত করেন। আয় কর কর্মকতার আর জেলা নির্বাচন অফিসার একে অপরের কে দৌষছেন।
Leave a Reply