খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলাধিন বর্নালে বজ্রপাতে এক শিশুর মৃত্যু
খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
মোঃ আব্দুর রাজ্জাক সুমন
মাটিরাঙ্গা উপজেলাধিন বর্নালে কঠিন তাপমাত্রা চলমান অবস্থায় আজ
২ ই মে- সকাল ৯টা ২০ মিনিটে হালকা গুরিবৃষ্টির আবির্ভাবের মধ্যে হালকা থেকে হালকা বাতাস শুরু হয়। হঠাৎ ঘনকালো হয়ে ওঠে আকাশের রং শুরু কঠিন বর্জপাত এই বুর্জপাতের মধ্যে ঘর থেকে বেরিয়ে যায় ছোট, ছোট কোমলময়ী বাচ্চারা বাতাসে আম মাটিতে পরছে সেই আম কুড়ানোর জন্য । কিন্তু কি এক হৃদয় বিদারক ঘটনা ঘটে গিয়েছে ৩ বন্ধু মিলে আম কুড়ানোর সময় মোঃ ইয়াছিন আরাফাত (১০) পিতা, মোঃ ইউসুফ বর্জপাতে প্রাণ হারালো। আর বাকিরা আল্লাহর কৃপায় বেঁচে যায়।
ইয়াছিন আরাফাত একটি বেসরকারী মাদ্রাসার তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী ছিল।মোঃ ইয়াছিন আরাফাতের অকাল মৃত্যুতে তার পিতা,,মোঃ ইউসুফ বলেন, বতমান যুগে আমার ছেলেটি অনেক সহজসরল প্রকৃতির এমন সন্তান এই দুনিয়ায় কম আছে এবং মহান আল্লাহ পাক যাতে আমার ছেলেকে বেহেশত নছিব করেন। এই কথা বলেই মোঃ ইউসুফ গভীর আবেগবোত হয়ে কান্নায় ভেঙে পরেন।
ইয়াছিন আরাফাতের মাদ্রাসার শিক্ষকরা বলেন, ছেলে টা অনেক সহজসরল এবং লেখা পড়াও অনেক ভালো ছিল। তার অকাল মৃত্যুেতে সকল শিক্ষকরা গভীর শোক প্রকাশ করে এবং তার রুহের মাগফিরাত কামনা করেন।
এলাকা বাসি বলেন কঠিন তাপ দাহ শেষ না হতেই এই বর্জ্যপাত সারা দেশে পরছে তাই সকল পরিবারের অভিভাবকদের উচিৎ তাঁরা তাদের ছোট সন্তানদের এই মৌসুমে ঘরের বাইরে না যেতে দেওয়া ।
Leave a Reply